হাইমচর প্রতিনিধি : চাঁদপুর হাইমচর উপজেলার ইশানবালা ৬০টি গরু ও ছাগল বোঝাই ট্রলার মেঘনা নদীতে তলিয়ে গেছে। এ সময় ট্রলারে থাকা ৩১ জন ব্যবসায়ীর মধ্যে নিখোঁজ রয়েছে ৩জন। শনিবার সকাল সাড়ে ১০টায় এ দূর্ঘটনা ঘটে। ওই এলাকার জেলে ও অদিবাসী তাজুল ইসলাম জানায়, শরীয়তপুর জেলার পট্টি নামক স্থান থেকে ৬০টি গরু ও আনুমানিক প্রায় ১শ’ ছাগল নিয়ে ব্যবসায়ীরা হাইমচরের উদ্দেশ্যে রওয়ান হয়। পথিমধ্যে মেঘনার হাইমচর ইশানবালা এলাকায় আসলে ট্রলারটি প্রচন্ড ঝড়ো হাওয়া ও ঢেউ এ নদীতে তলিয়ে যায়।
এ সময় নদীর বিভিন্ন স্থানে থাকা জেলেরা নৌকা নিয়ে কিছুই ব্যবসায়ীকে উদ্ধার করে। বাকীরা সাঁতরিয়ে পাড়ে উঠে। জেলেরা ৬টি গরু উদ্ধার করতে সক্ষম হয়। বেঁচে যাওয়া ব্যবসায়ীরা জানায়, নিখোঁজ ব্যাক্তিরা হচ্ছে: ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়� গ্রামের আঃ রব ভূঁইয়া (৪২) একই উপজেলার বিশকাটালি গ্রামের মোঃ আরমান হোসেন (২৫) ও হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের মোঃ কালু আখন্দ (৪৫)। এর সবাই হাইমচর এলাকার গরু ও ছাগল ব্যবসায়ী। ট্রলার ডুবিতে তাদের কমপক্ষে ২৫লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী করেহাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। জেলার উর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষকে সংবাদ দেওয়া হয়েছে। নিখোঁজ ব্যবসায়ীদের উদ্ধারের জন্য স্থানীয়ভাবে চেষ্টা চলছে।