চাঁদপুর কোস্টগার্ড নারায়ণগঞ্জ পাগলা এলাকার কোস্টগার্ডের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার ভোর থেকে মেঘনা নদীতে সাঁড়াশি অভিযান চালিয়ে চলন্ত নৌ-যানে চাঁদা আদায়কালে ১০ জন চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে। এ সময় তাদের ব্যবহৃত দু’টি ইঞ্জিন চালিত স্টীল বোটও আটক করা হয়। চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান (এক্স) বিএন অভিযানে নেতৃত্ব দেন।
কোস্টগার্ড জানায়, ওইদিন ভোর ৫টা হতে সকাল ৯টা পর্যন্ত ২০ সদস্যের টহল দল ষাটনল এবং মুন্সীগঞ্জের গজারিয়ার মাঝামাঝি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হাতেনাতে ১০ জন চাঁদাবাজকে আটক, তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৪৮ হাজার ৩শ’ টাকা উদ্ধার এবং দু’টি ইঞ্জিন চালিত স্টীলের বোট আটক করা হয়। এ সকল চাঁদাবাজ চাঁদপুরের নৌ রুটে চলাচলকারী মালবাহী জাহাজ ও বাল্কহেড থেকে চাঁদা আদায় করে আসছিলো। চাঁদাবাজদের ধরার জন্য কোস্টগার্ড অনেক দিন থেকে বিভিন্ন সময় বিভিন্ন অপারেশন পরিচালনা করে আসছিলো। আটক চাঁদাবাজদের মুন্সীগঞ্জের গজারিয়া থানায় সোপর্দ করে এবং কোস্টগার্ড বাদী হয়ে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করে। চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ এম হাবিবুর রহমান (এক্স) বিএন বলেন, চাঁদপুর নৌ-রুটে নিরাপত্তার জন্য আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।