মতলব উত্তর উপজেলার জহিরাবাদ এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকালে ১টি ড্রেজার, ১টি বলগেটসহ ৮জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু আলী মো. সাজ্জাদ হোসেন নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত প্রত্যেককে ১০হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশের আদেশ প্রদান করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মেঘনা নদীতে অভিযান চালিয়ে আলহামদুলিল্লাহ নামে ড্রেজার, মেহেরবান গাজী-৩ নামে বলগেটটি আটক করেন। এ সময় ৮জনকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো: মতলব উত্তর উপজেলার দক্ষিণ গাজিপুর গ্রামের আ. মান্নানের ছেলে আজহার(৩০), চাঁদপুর সদরের বিষ্ণুপুর গ্রামের মুসলিম খানের ছেলে জাকির খান (৪২), খেজুরিয়া গ্রামের আ. রশিদের ছেলে আবুল কালাম (৫০), গোপালগঞ্জের পোনা উত্তর পাড়ার মৃত. এমদাদুর হকের ছেলে উজ্জল (৩০), গজারিয়ার ইমামপুর গ্রামের আ. মজিদের ছেলে তোফায়েল (৩০), লক্ষ্মীপুরের বালুচরে গ্রামের দায়মুদ্দিনের ছেলে মাকসুদ, নোয়াখালির পালকন গ্রামের মৃত. মোফাজ্জল হোসেনের ছেলে সিরাজ (২২), লক্ষ্মীপুরের চরপালক গ্রামের বশির আহমদের ছেলে রাসেল (১৮)।