সাজ্জাদ হোসেন: মঙ্গলবার মতলব উত্তর উপজেলার মাছের অভয়াশ্রমের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৯টি মাছ ধরা ট্রলার, ১২০ কেজি জাটকা মাছ ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল আটক কর হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। অভিযানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা ও মহনপুর ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহ আলমসহ পুলিশ ফোর্স।
আটককৃত ৯টি ট্রলার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা , মহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কাদির মোল্লার উপস্থিতে আটককৃত ১৫ হাজার মিটার অবৈধ জাল আগুনদিয়ে পুড়িয়ে ফেলা হয়।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।