চাঁদপুর নিউজে প্রকাশিত সংবাদ
মেঘনা নদীতে উদ্ধার হওয়া কলেজ ছাত্রীর লাশ সনাক্ত
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের মেঘনা নদীর পাড় থেকে কলেজ ছাত্রীর গলিত লাশ উদ্ধার করার পর ছবি দেখে সনাক্ত করা হয়েছে। নিখোঁজ হওয়ার ৪ দিন পর অনলাইন পত্রিকা চাঁদপুর নিউজে ছাত্রী তাছতিয়া সুলতানা তানিয়া(১৮) গলিত লাশের ছবি, নিউজ দেখে তার পরিবারের লোকজন বৃহস্পতিবার চাঁদপুর মডেল এসে লাশ সনাক্ত করা। বুধবার সকাল ১০টায় মডেল থানার এসআই হামিদুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার ময়নাতদন্ত করে আনঞ্জমানের মাধ্যমে লাশ দাফন করা হয়েছে। জানা যায়, লক্ষীপুর মডেল ইউনিয়নের বহরিয়া মনা খাঁনের বাড়ির উত্তর পাশে মেঘনা নদীর পাড়ে মাছ ধড়ার ভেলের পাশে স্থানীয়রা দেখতে পায়। পরে চেয়ারম্যান সেলিম খাঁনকে জানালে তিনি চাঁদপুর মডেল থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে । পুলিশ জানায়, ররিবার দুপুর ২টায় বড়ষ্টেশন মুল হেডে মেঘনার মোহনার চাঁদপুরের বাগেরহাটের প্রস্তাবিত সোনারতরী যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় যাত্রীসহ ১টি নৌকা ডুবে গেছে। এই ঘটনায় ১০ জন আহত ও ২ জন নিখোঁজ হবার খবর পাওয়া গেছে। জন্মদিন উপলক্ষে কুমিল্লা গুবিন্ধপুর থেকে আবুল কাশেমের মেয়ে কলেজ ছাত্রী তাছতিয়া সুলতানা তানিয়া তার বন্ধু এক এলাকার সামিমের সাথে চাঁদপুরে গুরতে এসে রবিবার দুপুর ২টায় বড়ষ্টেশনে আসে। পরে মুল হেড থেকে স্টীল বডি নৌকায় লর্গি মারার চরে যাবার পথে মেঘনার মোহনার একটি লঞ্চ এসে ধাক্কা মারে। এ সময় নৌকায় থাকা ১২ থেকে ১৫ জন যাত্রী নদীতে পড়ে যায়। যাত্রীরা ¯্রেেতর তোরে নদীর মাঝ খানে চলে যাবার সময় তাৎক্ষনিক স্থানীয়রা নৌকা নিয়ে তাদেরকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। এ সময় ডুবি যাওয়া নৌকায় থাকা তারা ২জনকে ঘটনার সময় পাওয়া যায়নি। পরে বুধবারে নদী থেকে কলেজ ছাত্রী তাছতিয়া সুলতানা তানিয়া লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার রাত ১২ টায় ভোলায় নদী থেকে তানিয়ার বন্ধু সামিমের লাশাটি উদ্ধার করার পর তার লাশ শনাক্ত করে তার পরিবারের লোকজন । তাছতিয়া সুলতানা তানিয়ার পরিবারা জানায়, পুলিশের কাছে থাকা তার হাত গড়ি, নুপুর, গায়ের জামা,এবং ছবি দেখে লাশ সনাক্ত করা হয়েছে। সে আখাউরা কসবা টিআলি কলেজে অনার্স ব্যাবসা শিক্ষা বিভাগের ১ম বর্ষের ছাত্রী। তার বন্ধু সামিম ভিক্টোরিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। চাঁদপুরে গুরতে এসে ২জন লাশ হয়ে ফিরলো। জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশ কবর থেকে উঠিয়ে কুমিল্লা নিয়ে দাফন করা হবে।