স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪ টি বালুবহন করা জাহাজ জব্দ করেছে চাঁদপুর কোস্টগার্ড টহল টীম।
কোস্টগার্ড কমান্ডার লেঃ ফয়সাল এর নেতৃত্বে শনিবার সন্ধ্যার পর এ অভিযান পরিচালিত হয়।পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড দিয়ে বালু জাহাজ চলাচল ঈদের কয়েকটা দিন না চালানোর জন্য সর্তক করেন।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশান কমান্ডার জানান,ঈদের আগে এবং পরের কয়েকটি দিন নদীবক্ষে নৌ-দুর্ঘটনা এড়াতে বালুবাহী বাল্কহেড চলাচলের উপর প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
চাঁদপুরের বিভিন্ন রুটের লঞ্চগুলো যাতে নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে পারে এ জন্য কোস্ট গার্ড তৎপর রয়েছে।
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।