শাহরিয়ার খাঁন কৌশিক ঃ
মেঘনা নদীতে কাঠবাহী ইঞ্জিন চালিত ট্রলারে ডাকাত চক্র হামলা চালিয়ে ৭শ্রমিককে রক্তত্ত জখম করেছে। এছাড়াও শ্রমিকদের কাছ থেকে নগদ টাকাসহ ট্রলারের মুল্যবান মালামাল নিয়ে গেছে। স্থানিয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এসময় আহতদের মধ্যে দুজনের অবস্থা বেশ আসংখাযনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়। এছাড়া বাকি আহত ৫ শ্রমিক বর্তমানে চাঁদপুর সরকারী জেনারের হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। আহতরা হলেন লাল মিয়া বেপারী ( ৬০) বিল্লাল হোসেন (৩৫) আনোয়ার হোসেন (৩০) নবী (৪০)
আলী নূর (৪০)। তারা সবাই মতলব মোহনপুর এলাকার বাসিন্ধা বলে যানা গেছে। ঘটনাটি ঘটেছে গত ৯জানুয়ারী সোমবার রাত ১১টার দিকে মেঘনার শরীয়তপুর জেলার কোদালপুর গ্রাম নামক স্থানে। অহত নৌ-শ্রমিক লাল মিয়া জনায়, সোমবার তারা বরিশালের মুলাদি থেকে কাঠ বোজাই চাঁদপুরের মতলবের উদ্যেশে রওনা দেয়। রাত অনুমানিক ১১টার দিকে তাদের কাঠ বোজাই ট্রলারটি মেঘনা নদীর শরীয়তপুর জেলার কোদালপুর গ্রাম নামক স্থানে এলে হঠাৎকরে প্রায় ১০/১২টি জেলে নৌকা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাদের ট্রলার লক্ষ করে ট্রচ-লাইটের আলো ছুড়ে। এময় তারা ট্রলার বন্ধ না করলে জেলে রুপি ডাকাতরা নৌকা থেকে তাদের লক্ষ করে পাথর ছুঁড়ে মারতে থাকে। পরে তারা বাদ্ধ হয়ে তাদে কাঠ বোজাই ট্রলারটি নদীর পারে ভিরিয়ে পালাতে চেষ্ঠা করলে তাদের উপর আর্তকিত হমলা চারায়। ডাকাতরা দেশীয় অ¯্রদিয়ে তাদের মাথাসহ শরিরে বেশ কিছু অংশ যাখম করে। পরে ে
নৗ-শ্রমিকদের কাছ থেকে নগদ টাকাসহ ট্রলারের ডিজেল এবং মুল্যবান যন্ত্রাংশ নিয়ে যায়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।