মতলব প্রতিনিধি :চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ জেলে মানিক বর্মনের (৩৮) লাশ উদ্ধার করেছে মহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় তার লাশ উদ্ধার করা হয়।
মানিক মতলব উত্তর উপজেলার তিতারকান্দি গ্রামের মাখন বর্মণের ছেলে।
মতলব উত্তরের মহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শাহ আলম জানান, গত বুধবার ভোরে মেঘনা নদীতে মাছ ধরার সময় বলগেটের সঙ্গে ধাক্কা খেয়ে একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। ওই নৌকায় ৩ জন জেলে ছিলেন। বাকি দুজন সাঁতরে নদীর পাড়ে উঠতে পারলেও মানিক নিখোঁজ হন।
বৃহস্পতিবার দুপুরে মেঘনা নদীর মোহনপুর এলাকায় তার লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।