মোঃ জামাল হোসেনঃ
সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি দু’দিনের সফরে আজ শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকায় আসছেন। তিনি ১৪ ও ১৫ আগষ্ট শাহরাস্তি ও হাজীগঞ্জে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করবেন। ১৪ আগষ্ট সোমবার দুপুর ১২টায় তিনি হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী শুভ উদ্ভোধন করবেন। একই দিন বিকাল ৪টায় তিনি শাহরাস্তির সূচীপাড়া (দঃ) ইউপির ফেরুয়া শাইখুল কুরআন মরহুম ক্বারী বেলায়েত হোসেন সাহেবের স্মরণ সভায় যোগ দিবেন। ১৫ আগষ্ট তিনি জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি কর্মসূচীর অংশ হিসেবে শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির দু’দিনের সফর ও সকল কর্মসূচী সফল ও স্বার্থক করার লক্ষে দলীয় সকল নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন।