শিক্ষার গুণগত মান ও সুন্দর পরিবেশের উপর নির্ভর করে অবকাঠামোগত উন্নয়ন। আর অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে একাডেমিক ভবন স্থাপন করছে বর্তমান সরকার-কথাগুলো মোবাইল কনফারেন্সের মাধ্যমে বলেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। রোববার সকাল ১০টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান মেহের ডিগ্রি কলেজ প্রাঙ্গনে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বর্তমান গভর্নিংবডির সভাপতি এম,এ আউয়াল মজুমদারের সভাপতিত্বে ও প্রভাষক রাহুল দারনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ, উপজেলা আওয়ামী লীগের প্রধান উন্নয়ন সমন্বয়কারী আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ রেজাউল করিম মিন্টু প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের হাজারো উন্নয়ন ও শত ব্যস্থতার মাঝেও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে অধিক আন্তরিকতা সু-শিক্ষার সুন্দর পরিবেশ গড়তে দারুণ সহায়ক।
উপজেলা আওয়ামী লীগের প্রধান উন্নয়ন সমন্বয়কারী আলহাজ্ব আব্দুল লতিফ বলেন, সর্বজন নন্দিত নেতা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের হাত ধরেই মেহের ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা হবে। তিনি আরো বলেন, মেহের ডিগ্রি কলেজকে জাতীয়করণ-মেজর রফিকের উন্নয়ন ধারার আরেক অধ্যায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরী বলেন, মেজর রফিকের উন্নয়নের ফিরিস্তি এ এলাকার জনগনই দিবে। কেন না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট, বিদ্যুৎসহ সকল উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আর তাতে সংযুক্ত হবে মেহের ডিগ্রি কলেজকে জাতীয়করণ করার উন্নয়ন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু বলেন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের উদার চিত্তের দরুণ ডাকাতিয়া নদীর উপর যে সকল ব্রীজ স্থাপিত হয়েছে এবং এপাড়-ওপাড়কে একত্রিত করেছে তা এম,পি মহোদয়ের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নের ধারা। আগামীতেও এ উন্নয়নের ছোঁয়ায় মেজর রফিকের মাধ্যমে উপজেলার সদরে অবস্থিত একমাত্র সহ-শিক্ষা প্রতিষ্ঠান মেহের ডিগ্রি কলেজকেই জাতীয়করণ করা হবে।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম মিন্টু বলেন, কলেজ গভর্নিংবডি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীরই দাবী নয়-পুরো শাহরাস্তিবাসীর প্রাণের দাবী মেহের ডিগ্রি কলেজকে জাতীয়করণ করার। যা জননেতা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম আন্তরিক ভাবে চেষ্টা করলে বাস্তবে রুপান্তরিত হবে।
পবিত্র কোরআন তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মোঃ মনির হোসেন। মোনাজাতে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সহধর্মীনির রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের শুভেচ্ছা বক্তব্য শেষে উপাধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক নুর মোহাম্মদ মোল্লা, কলেজ গভর্নিংবডির সদস্য এম,এ মান্নান মোল্লা, শাহ মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, সাবেক কমিশনার মোঃ আলী মানিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক,-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।