মতলব দক্ষিণ: মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই এ ইউনিয়নের ৯টি কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে মোঃ শহীদ উল্যাহ প্রধান (স্বতন্ত্র) বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ২শ’ ৩৫ ভোট। তার প্রতীক ছিলো দোয়াত-কলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মোঃ ইলিয়াছ মিয়াজী (যুবদল) ১ হাজার ৭শ’ ৭৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। তার প্রতীক ছিলো আনারস। এ নির্বাচনে ৭জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ ইউনিয়নে ১৭ হাজার ২৩জন ভোটার। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৪শ’ ৫৬জন ও নারী ভোটার ৮ হাজার ৫শ’ ৬৭জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, বুথের সংখ্যা ৫১টি। এর মধ্যে ভোট দিয়েছে ১০ হাজার ৩শ’ ৭৯জন। বৈধ ভোটের সংখ্যা ১০হাজার ২শ’ ৫৪। ভোট বাতিল হয়েছেন ১২৫টি।
অন্যান্য প্রার্থীর মধ্যে মোঃ রফিকুল ইসলাম (মোটর সাইকেল) ১ হাজার ২শ’ ৮৪ ভোট পেয়ে তৃতীয়, মোঃ হানিফ পাটোয়ারী (চশমা) ৮শ’ ৩২ ভোট পেয়ে চতুর্থ, আলী আহম্মদ (তালা) ৬শ’ ৯৭ ভোট পেয়ে পঞ্চম, হেলাল বকাউল (কাপ-পিরিচ) ৩শ’ ৭০ ভোট পেয়ে ষষ্ঠ ও মোঃ গিয়াস উদ্দিন মিয়াজী (জাহাজ) ৬২ ভোট সপ্তম হয়েছেন।
১নং ওয়ার্ডের ১৬৮নং আচলছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (আচলছিলা, দেলদিয়া ও ধূলিউড়া গ্রামে) মোট ভোটার সংখ্যা ১ হাজার ২শ’ ৫০জন। ভোট দিয়েছে ৬৭৬জন। এর মধ্যে আলী আহম্মদ (তালা) পেয়েছেন ১৬ ভোট, আলহাজ্ব মোঃ ইলিয়াছ মিয়াজী (আনারস) পেয়েছেন ১৯ ভোট, গিয়াস উদ্দিন মিয়াজী (জাহাজ) পেয়েছেন ৩ ভোট, মোঃ শহীদ উল্যাহ (দোয়াত-কলম) পেয়েছেন ৪শ’ ৪৬ ভোট, মোঃ হানিফ পাটোয়ারী (চশমা) পেয়েছেন ৯৩ ভোট, মোঃ হেলাল উদ্দিন বকাউল (কাপ-পিরিচ) পেয়েছেন ২১ ভোট ও মোঃ রফিকুল ইসলাম (মোটর সাইকেল) পেয়েছেন ৭০ ভোট। উক্ত ওয়ার্ডে প্রথম হয়েছেন মোঃ শহীদ উল্যাহ প্রধান (দোয়াত-কলম)।
২নং ওয়ার্ডের ১৭২নং মধ্য নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (নওগাঁও, নয়াকান্দি গ্রাম) মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬শ’ ৩৭জন। ভোট দিয়েছে ৭৫৯ জন। এর মধ্যে আলী আহম্মদ (তালা) পেয়েছেন ৬ ভোট, আলহাজ্ব মোঃ ইলিয়াছ মিয়াজী (আনারস) পেয়েছেন ১৯ ভোট, গিয়াস উদ্দিন মিয়াজী (জাহাজ) পেয়েছেন ২ ভোট, মোঃ শহীদ উল্যাহ (দোয়াত-কলম) পেয়েছেন ২শ’ ১৯ ভোট, মোঃ হানিফ পাটোয়ারী (চশমা) পেয়েছেন ৪শ’ ১১ ভোট, মোঃ হেলাল উদ্দিন বকাউল (কাপ-পিরিচ) পেয়েছেন ৬৩ ভোট ও মোঃ রফিকুল ইসলাম (মোটর সাইকেল) পেয়েছেন ২৮ ভোট। উক্ত ওয়ার্ডে প্রথম হয়েছেন মোঃ হানিফ পাটোয়ারী (চশমা)।
৩নং ওয়ার্ডে নওগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (নওগাঁও) মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭শ’ ১জন। ভোট দিয়েছে ৭শ’ ৩০জন। এর মধ্যে আলী আহম্মদ (তালা) পেয়েছেন ১৩ ভোট, আলহাজ্ব মোঃ ইলিয়াছ মিয়াজী (আনারস) পেয়েছেন ১০ ভোট, গিয়াস উদ্দিন মিয়াজী (জাহাজ) পেয়েছেন ১ ভোট, মোঃ শহীদ উল্যাহ (দোয়াত-কলম) পেয়েছেন ৩শ’ ৭২ ভোট, মোঃ হানিফ পাটোয়ারী (চশমা) পেয়েছেন ২শ’ ৭১ ভোট, মোঃ হেলাল উদ্দিন বকাউল (কাপ-পিরিচ) পেয়েছেন ৩৫ ভোট ও মোঃ রফিকুল ইসলাম (মোটর সাইকেল) পেয়েছেন ২১ ভোট। উক্ত ওয়ার্ডে প্রথম হয়েছেন মোঃ শহীদ উল্যাহ প্রধান (দোয়াত-কলম)।
৪নং ওয়ার্ডে ১৬৬নং লেজাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (বহরী, উপাদী, লেজাকান্দি) মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪শ’ ৯২জন। ভোট দিয়েছে ১ হাজার ৪৪জন। এর মধ্যে আলী আহম্মদ (তালা) পেয়েছেন ২০ ভোট, আলহাজ্ব মোঃ ইলিয়াছ মিয়াজী (আনারস) পেয়েছেন ২৬ ভোট, গিয়াস উদ্দিন মিয়াজী (জাহাজ) পেয়েছেন ১৪ ভোট, মোঃ শহীদ উল্যাহ (দোয়াত-কলম) পেয়েছেন ৭শ’ ২ ভোট, মোঃ হানিফ পাটোয়ারী (চশমা) পেয়েছেন ৭ ভোট, মোঃ হেলাল উদ্দিন বকাউল (কাপ-পিরিচ) পেয়েছেন ১৩ ভোট ও মোঃ রফিকুল ইসলাম (মোটর সাইকেল) পেয়েছেন ২শ’ ৫৫ ভোট। উক্ত ওয়ার্ডে প্রথম হয়েছেন মোঃ শহীদ উল্যাহ প্রধান (দোয়াত-কলম)।
৫নং ওয়ার্ডের বহরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (বহরী) মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯শ’ ৪১জন। ভোট দিয়েছে ১ হাজার ৫শ’ ৯৭জন। এর মধ্যে আলী আহম্মদ (তালা) পেয়েছেন ৬শ’ ২৯ ভোট, আলহাজ্ব মোঃ ইলিয়াছ মিয়াজী (আনারস) পেয়েছেন ২৮ ভোট, গিয়াস উদ্দিন মিয়াজী (জাহাজ) পেয়েছেন ৩০ ভোট, মোঃ শহীদ উল্যাহ (দোয়াত-কলম) পেয়েছেন ৫৪ ভোট, মোঃ হানিফ পাটোয়ারী (চশমা) পেয়েছেন ২৫ ভোট, মোঃ হেলাল উদ্দিন বকাউল (কাপ-পিরিচ) পেয়েছেন ৫ ভোট ও মোঃ রফিকুল ইসলাম (মোটর সাইকেল) পেয়েছেন ৮শ’ ৮ ভোট। উক্ত ওয়ার্ডে প্রথম হয়েছেন মোঃ রফিকুল ইসলাম (মোটর সাইকেল)।
৬নং ওয়ার্ডের ১৭০নং ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (ডিঙ্গাভাঙ্গা গ্রামে) মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৪শ’ ৪২জন। ভোট দিয়েছে ২ হাজার ৮শ’ ৫৭জন। এর মধ্যে আলী আহম্মদ (তালা) পেয়েছেন ৬ ভোট, আলহাজ্ব মোঃ ইলিয়াছ মিয়াজী (আনারস) পেয়েছেন ১৫ ভোট, গিয়াস উদ্দিন মিয়াজী (জাহাজ) কোনো ভোট পাননি, মোঃ শহীদ উল্যাহ (দোয়াত-কলম) পেয়েছেন ২ হাজার ৭শ’ ৯৩ ভোট, মোঃ হানিফ পাটোয়ারী (চশমা) পেয়েছেন ২ ভোট, মোঃ হেলাল উদ্দিন বকাউল (কাপ-পিরিচ) পেয়েছেন ৪ ভোট ও মোঃ রফিকুল ইসলাম (মোটর সাইকেল) পেয়েছেন ৫ ভোট। উক্ত ওয়ার্ডে প্রথম হয়েছেন মোঃ শহীদ উল্যাহ প্রধান (দোয়াত-কলম)।
৭নং ওয়ার্ডের লেদু ফকিরের দরগাহ মাঠ (অস্থায়ী ভোট কেন্দ্র, উপাদী গ্রামে) কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭শ’ ১৯জন। ভোট দিয়েছে ৪শ’ ৯২জন। এর মধ্যে আলী আহম্মদ (তালা) পেয়েছেন ১ ভোট, আলহাজ্ব মোঃ ইলিয়াছ মিয়াজী (আনারস) পেয়েছেন ১শ’ ৭২ ভোট, গিয়াস উদ্দিন মিয়াজী (জাহাজ) পেয়েছেন ১ ভোট, মোঃ শহীদ উল্যাহ (দোয়াত-কলম) পেয়েছেন ২শ’ ৪২ ভোট, মোঃ হানিফ পাটোয়ারী (চশমা) পেয়েছেন ১১ ভোট, মোঃ হেলাল উদ্দিন বকাউল (কাপ-পিরিচ) পেয়েছেন ২৮ ভোট ও মোঃ রফিকুল ইসলাম (মোটর সাইকেল) পেয়েছেন ২৮ ভোট। উক্ত ওয়ার্ডে প্রথম হয়েছেন মোঃ শহীদ উল্যাহ প্রধান (দোয়াত-কলম)।
৮নং ওয়ার্ডের ১৮৩নং উপাদী শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (উপাদী) মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬শ’ ৭৫জন। ভোট দিয়েছে ৮শ’ ৯১জন। এর মধ্যে আলী আহম্মদ (তালা) পেয়েছেন ৬ ভোট, আলহাজ্ব মোঃ ইলিয়াছ মিয়াজী (আনারস) পেয়েছেন ৭শ’ ২০ ভোট, গিয়াস উদ্দিন মিয়াজী (জাহাজ) পেয়েছেন ২ ভোট, মোঃ শহীদ উল্যাহ (দোয়াত-কলম) পেয়েছেন ৫৮ ভোট, মোঃ হানিফ পাটোয়ারী (চশমা) পেয়েছেন ৩ ভোট, মোঃ হেলাল উদ্দিন বকাউল (কাপ-পিরিচ) পেয়েছেন ৪০ ভোট ও মোঃ রফিকুল ইসলাম (মোটর সাইকেল) পেয়েছেন ৫৯ ভোট। উক্ত ওয়ার্ডে প্রথম হয়েছেন মোঃ ইলিয়াছ মিয়াজী (আনারস)।
৯নং ওয়ার্ডের ১৭১নং উপাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (উপাদী, পাঁচকিপাড়া) মোট ভোটার সংখ্যা ২ হাজার ১শ’ ৬৬জন। ভোট দিয়েছে ১ হাজার ৩শ’ ৩৩জন। এর মধ্যে আলী আহম্মদ (তালা) কোনো ভোট পাননি, আলহাজ্ব মোঃ ইলিয়াছ মিয়াজী (আনারস) পেয়েছে ৭শ’ ৬৫ ভোট, গিয়াস উদ্দিন মিয়াজী (জাহাজ) পেয়েছেন ৯ ভোট, মোঃ শহীদ উল্যাহ (দোয়াত-কলম) পেয়েছে ৩শ’ ৪৯ ভোট, মোঃ হানিফ পাটোয়ারী (চশমা) পেয়েছেন ৯ ভোট, মোঃ হেলাল উদ্দিন বকাউল (কাপ-পিরিচ) পেয়েছেন ১শ’ ৬১ ভোট ও মোঃ রফিকুল ইসলাম (মোটর সাইকেল) পেয়েছেন ১০ ভোট। উক্ত ওয়ার্ডে প্রথম হয়েছেন মোঃ ইলিয়াছ মিয়াজী (আনারস)।