প্রতিনিধি
চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহাম্মেদের বাসভবনে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। তিনি গতকাল ১২ জুন বৃহস্পতিবার চাঁদপুরে তিন দিনের সফরে আসলে দুপুর আড়াইটার সময় পৌর মেয়রের বাসভবনে যান। মন্ত্রীকে মেয়র নাছির উদ্দিন আহাম্মেদ সাদর সম্ভাষণ পূর্বক মধ্যাহ্ন ভোজে আমন্ত্রণ জানান। মন্ত্রীর সাথে জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, পুলিশ সুপার মোঃ আমির জাফর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারীসহ প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত জেলা নেতৃবৃন্দ, পৌর পরিষদের কর্মকর্তা ও কাউন্সিলরগণ, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপিও পৌর মেয়রের বাসভবনে যান। মন্ত্রীর আগমন উপলক্ষে পৌর মেয়র চাঁদপুর পৌরবাসীর অনেককেই মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।