নির্বাচন কমিটির আহবায়ক জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা: জে আর ওয়াদুদের বলিষ্ঠ দিক নির্দেশনায় আওয়ামী লীগের নির্বাচন প্রক্রিয়াটাই ছিলো গুছানো। নির্বাচনের সময় নিরলস পরিশ্রম করার পর বিজয়ী মেয়রকে যারা তাৎক্ষণিক কিংবা আগে পরে ফুলেল শুভেচ্ছা বা এমনিতেই শুভেচ্ছা দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নেতারা হলেন- জেলা সহসভাপতি ইউসুফ গাজী, সন্তোষ সাহা, জেলা ও উপজলার সিনিয়র পদবী নেতা, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, নুরুল ইসলাম নাজিম দেওয়ান, এড. মজিবুর রহমান, অজয় ভৌমিক, এড বিনয় ভূষন মজুমদার, অ্যাড. বদিউজ্জামান কিরন, মাসুদ আলম মিন্টন, এড. রনজিত রায় চৌধুরী, আমিনুল ইসলাম বাবুল, জাহিদুল ইসলাম রোমান, মাহফুজুর রহমান টুটুল, আইয়ুব আলী বেপারী, আলী আরশাদ মিজি, মাহাবুবু রহমান পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল আহসান টিটো, অ্যাড. হুমায়ুন কবির সুমন, হাসান ইমাম বাদশা, জাফর ইকবাল মুন্না, এড. সায়েদুল ইসলাম বাবু, অ্যাড. সাইফুদ্দিন বাবু, জুয়েল ঢালী, সাজেদা কাকন, লিলি ইসলাম, রেজাউর রহমান রিজু, খালেদুর রব মিঠু, জেলা ছাত্রলীগের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা এবং কর্মি। যাদের নামগুলো অনেকেই জানেন এবং পদপদবীও। বিশেষ করে নব মেয়র নিজেও তা বলতে পারবেন। কিন্তু এতো শুভেচ্ছা ও অভিনন্দন প্রাপ্তির মাঝেও আওয়ামী পরিবার যাদের পায়নি, অথচ অনুভব করেছেন তাদের, তারা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালকে। বর্ষীয়ান এই দুই নেতা নির্বাচনের ৯ দিন পার হয়ে গেলেও আওয়ামী লীগের এই নিরঙ্কুশ বিজয় অর্জনকারিদের আনুষ্ঠানিক কোন অভিনন্দন কিংবা শুভেচ্ছা জানাননি। তারা বলছেন, দলের এই শীর্ষ চেয়ারে থাকা ব্যক্তিবর্গ বিবৃতি দিয়ে ভোটারদের, পৌর নাগরিকদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারতেন। আর ২ নেতার এসব আনুষ্ঠানিকতা করা মানে পুরো দলের কৃতিত্ব এসে যায়। কিন্তু কেন তারা এ বিযয়টি সম্পাদন করলেন না এতোদিনে, বা আদৌ করবেন কি না তা রহস্যাবৃত। তবে চাঁদপুর-৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ডা. জে আর ওয়াদুদ টিপু নির্বাচনের ফলাফল পেয়েই বিবৃতি দিয়ে ভোটারদের কৃতজ্ঞতা জানিয়েছেন। মেয়রসহ প্রার্থীদের জানিয়েছেন ফুলেল শুভেচ্ছা।
চাঁদপুর নিউজ সংবাদ