প্রতিনিধি=
চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের শহীদ বিএবিটি সড়কে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের সদিচ্ছা ও উদ্যোগের কারণে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ড্রেনেজ নির্মাণ কাজ। দীর্ঘদিন যাবত এ ওয়ার্ডবাসীর পানি ও ময়লা নিষ্কাশনের জন্য এ সড়কের পাশ দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মাণের দাবি ছিলো। অবশেষে চলতি মাসে এ ওয়ার্ডবাসীর সে দাবি পূরণ হচ্ছে।
জানা যায়, চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের অক্লান্ত পরিশ্রম ও সদিচ্ছার কারণে সরকারের নেয়া পদক্ষেপ জলবায়ু তহবিল নামক ফান্ড থেকে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের পানি ও ময়লা নিষ্কাশনের জন্য ড্রেনেজ উন্নয়ন ব্যবস্থার অর্থ বরাদ্দ চায়। চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিনের বিগত দিনের কর্মকাণ্ডে তাঁর সততা ও নিষ্ঠার প্রমাণ পেয়ে সরকার এ পৌরসভার বেশ ক’টি ওয়ার্ডের পানি ও ময়লা নিষ্কাশণের জন্য ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন করার লক্ষে প্রায় ২৫ কোটি টাকার মতো জলবায়ু নামক একটি ফান্ড থেকে বরাদ্দ দেয়। এ ফান্ডের অধীনে পৌরসভার ১৫ নং ওয়ার্ডে শহীদ ইব্রাহিম বিএবিটি সড়কে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে আধুনিক ড্রেনেজ নির্মাণ কাজের টেন্ডার আহ্বান করে। ওই টেন্ডারে মেসার্স মিজানুর রহমান লিটন নামক প্রতিষ্ঠান এ ড্রেনেজ নির্মাণ কাজটি পায়। কাজের অনুমতিপত্রটি যে সময়ে দেয়া হয় সে সময় বর্ষা ও বৃষ্টির কারণে সংশ্লিষ্ট ঠিকাদার এসএম মুস্তাফিজুর রহমান রাসেল কাজটি করতে বেশ বেগ পোহাতে হয় বলে জানান। বর্তমানে শুষ্ক মৌসুমের কারণে ঠিকাদার এসএম মুস্তাফিজুর রহমান রাসেল বলেন, কাজটি প্রায় সমাপ্তির পথে। আশা করা হচ্ছে, চলতি মাসের মধ্যেই বরাদ্দকৃত অর্থে কাজটি শেষ হবে।
জানা যায়, কাজটি জলবায়ু তহবিলের এশিয়া ডেভলেপমেন্ট ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে করা হচ্ছে। মোট ১৪শ’ মিটার দৈর্ঘ্য এ ড্রেনেজ উন্নয়নমূলক কাজ। আর চলতি মাসে কাজটি নির্মাণ শেষ হলে এ ওয়ার্ডের প্রায় লক্ষাধিক লোকের দীর্ঘদিনের দাবি যেমনি পূরণ হবে, আর পানি ও ময়লা নিষ্কাশণের ব্যবস্থাটিও দূর হবে।