বিবাহের পর থেকে বাবা-মায়ের পাশাপাশি অন্যান্য আত্মীয়স্বজন চেয়ে থাকে দম্পতির প্রথম সন্তানের জন্য। কেউ পুত্রসন্তান পছন্দ করে, আবার কেউ কন্যাসন্তান পছন্দ করে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, যারা পুত্র সন্তান পছন্দ করে এবং আশা করে, তাদের পরিবারে কন্যাসন্তান জন্ম নেয়। তাও আবার একটি নয়, পরপর কয়েকটি। এ রকম অবস্থায় পরিবারের বাবা এবং তার আত্মীয়স্বজন মাকেই দায়ী করেন একের পর এক কন্যাসন্তান হওয়ার জন্য। তাঁরা মনে করেন, পুত্রসন্তান না হওয়ার সমস্যাটা মায়ের। আর তাই মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন। কিন্তু আপনি কি জানেন, কন্যাসন্তান জন্ম নেওয়ার জন্য মায়ের কোনো দোষ নেই বা কোনো সমস্যা নেই।
বিস্তারিত জানার জন্য নিচের লিংকে ক্লিক করুন
https://zamanhomeo.com/blog/?p=1091