জঙ্গীবাদ ,সন্ত্রাস,বাল্যবিবাহ প্রতিরোধে গনজাগরণ সৃষ্টি করতে হবে
………………..চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম

স্টাফ রিপোর্টার ঃ অন্ধকার জীবন থেকে আলোর জীবনে ফিরে আসার প্রত্যাশায় মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধকল্পে গন-সচেতনতামূলক সমাবেশ গতকাল সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা ৬নং মৈশাদী ইউনিয়নের বীর প্রতিক মমিন উল্লাহ পাটওয়ারী একাডেমীর মাঠ অনুষ্ঠিত হয়েছে । সমাবেশের পৃর্বে মৈশাদী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বনার্ঢ্য র্যালী ও শপথ বাক্যপাঠ এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। বনার্ঢ্য র্যালীটি মৈশাদী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বীর প্রতিক মমিন উল্লাহ পাটওয়ারী একাডেমীর মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়। বীর প্রতিক মমিন উল্লাহ পাটওয়ারী একাডেমীর মাঠে গন-সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার। তিনি তার বক্তব্যে বলেন, মৈশাদী থেকে জঙ্গীবাদ ,সন্ত্রাস,বাল্যবিবাহ রোধকল্পে মৈশাদী এলাকা থেকে জাগরন তৈরী হয়েছে । জনমত তৈরী হয়েছে । এটি ধরে রাখতে হবে । গনজাগরণ সৃষ্টি করতে হবে । কারণ পুলিশের একার পক্ষে সমাজ থেকে ব্যাধি দুর করা সম্ভব না । তাই জনগনকে এগিয়ে আসতে হবে ।পুলিশকে সহযোগিতা করতে হবে । তিনি বলেন, দেশকে উন্নতর শিকড়ে পৌঁছতে হলে প্রতিটি নাগরিককে উন্নত হতে হবে। আমাদের মধ্যে থেকে মাদক জঙ্গিবাদ দূর করতে হতে হবে। মাদক জঙ্গিবাদ অত্যন্ত গোপনে আমাদের ঘরে ঢুকে আর তা প্রকাশের মাধ্যমে পুরো পরিবার বিপদমুখি হয়। তিনি আরো বলেন, মেয়েদের কে ছেলেদের মতো সুযোগ সুবিধা দিয়ে সমঅধিকার নিশ্চিত করতে হবে । তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশে সম্পদে পরিনত করতে হবে। মেয়ে সন্তান জন্মগ্রহন করলে অবহেলার চোখে না দেখে তার প্রাপ্র্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এখন মেয়েরা পড়াশুনায় ভালো করছে তাই তাদেরকে পড়ালেখার প্রাপ্র্য সুযোগ সুবিধা দিতে হবে।
সমাবেশে ৬নং মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন কমিউিনিটি পুলিশিংয়ের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে এবং চাঁদপুর মডেল থানার ইন্সপেক্টর হরুন-আল রশিদ ও ইউনিয়ন পরিষদের সচিব আবু বক্কর মানিকের যৌথ পরিচালনায় পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্লাহ ওলি , চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী,জেলা পরিষদের সদস্য মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, চাঁদপুর সদর উপজেলা কমিটি পুলিশিং এর সালাউদ্দিন আহমেদ জিন্নাহ, সাধারন সম্পাদক ওমর ফারুক, হামানকদ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক
দুলাল কৃষ্ণ ঘোষ ,দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও মৈশাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি মির্জা জাকির প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ মনিরুজ্জামান মানিক। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফজল হোসেন , মৈশাদী ইউনিয়নের সাবেক স্বর্নপদকপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুল মান্নান মৈশাদী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুবেল পাটওয়ারী, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুস ছাত্তার মাষ্টার,রাজনীতিবিদ মোঃ মাহাবুবুর রহমান স্বপন,শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান বাবলু ,ইউনিয়ন সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন প্রমুখ । অনুষ্ঠানে মৈশাদী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের পক্ষ থেকে হামানকদ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে ৭জন জিপিত্র-৫ প্রাপ্ত মেধাবি ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেষ্ট এবং পুলিশের সদস্যদের বাই সাইকেল ও টি-র্শাট প্রদান করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার ।এ ছাড়াও ২১জন মাদক সেবীকে ভবিষতে মাদক না খাওয়ার শপথ বাক্য পাঠ করান চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার । সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় । অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী,গন্যমান্যব্যক্তিবর্গ,সুধীজন,রাজনীতিবিদ,কমিউনিটি পুলিশিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।