স্টাফ রিপোটার ঃ চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক দায়িত্ব গ্রহনের পর পরই মাদক বিরোধী সাড়াঁশি অভিযান শুরু করেছে । গত শুক্রবার ও শনিবার দু”দিনে ৫পিছ ইয়াবা ট্যাবলেট এবং ৩ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশে সোর্পদ করেছে ।
ইউনিয়ন চেয়ারম্যানের নির্দেশে হামানকর্দী এলাকা থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ এদেরকে আটক করে সক্ষম হয় । আটক মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা হলেন, হলেন মোঃ মাসুদ গাজী (২৪) পিতা আব্দুল মান্নান উত্তর মৈশাদী,মোঃ সাহেব আলী (৪৪) পিতামৃত আফসার উদ্দিন হাফানিয়া,মোঃ মনির (৪০) পিতা:সোবহান খান ,হোসেনপুর,মোঃ হাসান (৩২) পিতামৃত : এনায়েত সরকার দক্ষিন আশিকাটি ,কুদ্দুস সর্দার (২৫) পিতা ইদ্রিস সরকার হামানকর্দী । আটককৃতদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে । মামলা নং ১৮ । মডেল থানার এসআই ত্রিনাথ সাহা বাদী হয়ে এ মামলা দায়ের করেন । আসামীদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে । এ ব্যাপারে মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক জানান,মৈশাদী ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষনা করেছি । মৈশাদীতে কমিউিনিটি পুলিশিং এর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ করছি । কমিউনিটি পুলিশিং এবং স্থানীয় জনগনের সহযোগিতা নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবো । আমাদের অভিযান অব্যাহত থাকবে । দুদিনে ৫ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করতে সক্ষম হয়েছি । কেউ যাতে এদের পক্ষে তদবির না করে সেই অনুরোধ জানাচ্ছি । জেলা পুলিশ ও চাঁদপুর মডেল থানা পুলিশ আমাদের সার্বিক সহযোগিতা করছে । এ জন্য পুলিশ বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি ।