মৈশাদী ইউনিয়ন যুবলীগের সমাবেশে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
———–আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া
চাঁদপুর সদর উপজেলাধীন ৬নং মৈশাদী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় উত্তর মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া বলেন, আপনারা সকালে মিলে মিশে কাজ করলে আপনাদের ইউনিয়নের সকল উন্নয়ন কাজ করতে সহজ হবে। আওয়ামী লীগকে সাথে নিয়ে দীপু মনির হাতকে শক্তিশালী করতে যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দীর্ঘ ৩৫ বছর পর চাঁদপুর সদরের সংসদীয় আসনটি আপনাদের প্রচেষ্টায় দীপু মনির মাধ্যমে পুনরুদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের এমপি গত ৬ বছর চাঁদপুর সদর ও হাইমচরের উন্নয়নে যে কাজ করেছেন তা অতীতে কোন এমপি করে দেখাতে পারেননি। মেঘনার হাত থেকে চাঁদপুরবাসীকে রক্ষা বিদ্যুতের উন্নয়ন, স্কুল-কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ, ব্রীজ, কালভার্ট, রস্তার উন্নয়ন সহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে। তিনি বলেন, গত উপজেলা নির্বাচনে আমাদের ভুলের কারনে সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান পদ হারিয়েছি। আজকে যারা উপজেলাবাসীর প্রতিনিধিত্ব করছেন তারা কোন উন্নয়ন কর্মকান্ড না করে সরকারের উপর এর দোষ চাপানোর চেষ্টা করবেন। অথচ সরকার উপজেলাবাসীর উন্নয়নে উপজেলা পরিষদকে বিপুল পরিমান অর্থ দিয়ে থাকবে। তিনি বলেন, আপনাদের মৈশাদী ইউনিয়নে যে সকল স্থানে প্রয়োজনের তুলনায় উন্নয়ন কম হয়েছে বাকী উন্নয়ন কাজগুলো দ্রুত করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে একটি উন্নয়ন কমিটি গঠন করে ইউনিয়নের সমস্যাগুলো চিহ্নিত করে আমাদের এমপি ডা. দীপু মনির কাছে উপস্থাপন করলে তিনি অবশ্যই আপনাদের কাজগুলো করার ব্যবস্থা করবেন। যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মো: বাবর, মো: আবু পাটওয়ারী, মো: মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, বাবু ঝন্টু দাস। প্রধান বক্তা সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাজমুল পাটওয়ারী, বিশেষ বক্তা সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মুকবুল হোসেন মিয়াজী, সহ-সভাপতি ডা. শেখ মহসিন, সহ-সভাপতি শাহজাহান পাঠান, যুগ্ম সম্পাদক মোঃ রাশেদুর রেজা ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন ভূইয়া, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির কিশোর, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ নুরু পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ বোরহান বেপারী, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তারেক হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ কুদ্দুস মিয়া, সভা পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন ঢালী। সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তরুনলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন আওয়ামী পরিবারের সকল পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।