চাঁদপুর: চাঁদপুর জেলার শ্রেষ্ঠ, চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক স্থানীয় সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীনে পিপিআর দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
শনিবার (৬ মার্চ) ঢাকায় সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীন পিপিআর বিধিমালা-২০০৮ এর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি (ইউপি চেয়ারম্যান) (এনআইএলজি) কার্যক্রমের দিনব্যাপী প্রশিক্ষণে তিনি অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে তিনি সার্টিফিকেট গ্রহন করেন।
মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বলেন, স্থানীয় সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের পিপিআর প্রশিক্ষণে অংশগ্রহণে চাঁদপুর জেলা থেকে চেয়ারম্যান হিসেবে আমি অংশ গ্রহন করি। এ প্রশিক্ষষণে অংশ গ্রহন করে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের দায়িত্বের কি, তার উপর জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের এ প্রশিক্ষণ সরকারের একটি মহতী উদ্যোগ।
চাঁদপুরনিউজ/এমএমএ/