চাঁদপুর: যথা যোগ্য মর্যাদায় চাঁদপুর সদর উপজেলায় ৬নং মৈশাদী উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারী রবিবার সকালে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ৭টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক বৃন্দ, শিক্ষার্থী ও কর্মচারীরা প্রভাত ফেরিতে অংশ গ্রহণ করে। প্রভাত ফেরি শেষে মৈশাদী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে।
পুস্পস্তবক অর্পণ করে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক সহ শিক্ষকরা, শিক্ষার্থীরা, মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সামাজিক সংঠন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এর পর সকাল ৮.৩০ মিনিটে বিদ্যলয়ের কক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও ভাষা শহীদদের স্বরনে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ৪নং ওয়াডের সদস্য (পরিচালক) ও মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।
আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও ভাষা শহীদদের স্বরনে মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম খান, মনিরুউদ্দিন বিদুৎ, সাহাবুদ্দিন গাজী, তাফাজ্জল হোসেন খান, উম্মে সাহিদা খানম, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা লায়লা সুলতানা, মোঃ হারুনুর রশিদ, মোঃ আঃ হান্নান বেপারী, রিন্টু চক্রবর্তী, মোঃ মহসিন আলম, মুহাম্মদ শামীম জামান, শাহাদাত হোসেন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ফাহিমা আক্তার আক্তার।
আলোচনা সভা, রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরন শেষে ভাষা শহীদদের স্বরনে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিক মাওঃ সাহাদাৎ হোসেন।
চাঁদপুরনিউজ/সংবাদদাতা/