চাঁদপুর প্রতিনিধি :চাঁদপুরে ২ মোটরসাকইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার সকাল ১১টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির রেলক্রসিং এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, নাগর মিয়া (৩৫) পিতা, মৃত আবুল হাশেম মাস্টার, ফারুক হোসেন (২৪) পিতা, মৃত শামছুল হক শেখ, আলাল (৪২) পিতা, ইউনুস মিয়া এবং আয়নাল হক (২০) পিতা, আবু সাইদ। তাদের বাড়ি যথাক্রমে ভেলা, শেরপুর, মন্সিগঞ্জ ও গাজীপুর। চাঁদপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন সরকার ও আবদুল বাতেন বলেন, তারা হোন্ডগুলো চুরি করে ঢাকা থেকে চাঁদপুর হয়ে চট্টগ্রাম যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আমরা আটক করি। মোটরসাইকেল দুটির মধ্যে একটি হলো ডিসকভার। যার নম্বর-ঢাকা মেট্রো-হ-৪১৭৪২১ এবং অন্যটি হিরোহোন্ডা- স্পোন্ডার, নম্বর ঢাকা মেট্রো-হ- ৪১৫৮৫১। সাংবাদিকদের তথ্য দিতে কালক্ষেপণ করা হলো কেন জানতে চাইলে ডিবি ওসি মাহাবুবুর রহমান বলেন, ‘বিষয়টি অন্যভাবে নেবেন না ভাই। আমরা ব্যস্ততার কারণে সাংবাদিকদের বিষয়টি জানাতে ভুলে গেছি।’
শিরোনাম:
বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।