চাঁদপুর : চাঁদপুর শহরে দামী মোটরসাইকেল (আড়ং-৫)-এ প্রেসের স্টিকার লাগিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মাদক সহ বিভিন্ন অবৈধ ব্যবসা করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদি গ্রামের তরিক উল্ল্যাহর ছেলে মোঃ ইব্রাহীম খলিল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ইদানিং কালে আড়ং-৫ মোটর সাইকেলে প্রেসের স্টিকার লাগিয়ে শহরের বিভিন্ন স্থানে অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। অপরিচিত এই যুবকের এভাবে শহরে গভীর রাত পর্যন্ত চলাচল স্থানীয় লোকদের মাঝে বিভিন্ন জল্পনা-কল্পনা সৃষ্টির দেখা যায়।
একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, ইব্রাহীম খলিল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মোটরসাইকেল যোগে কুমিল্লা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন মাদক ও ভারতীয় মূল্যবান জিনিস পত্র সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় পাচার করছে বলে অভিযোগ উঠেছে। ইব্রাহীম বিগত দিন যাবত ঢাকায় বিভিন্ন মাদক ব্যবসা ও অপকর্মের সাথে জড়িত ছিল। ইদানিং কালে সে চাঁদপুরে এসে বেপয়ারা ভাবে গাড়ি চালিয়ে এ সব অবৈধ ব্যবসা করছে। তাঁর চলা ফেরা ও গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয় লোকজন কয়েকবার তাকে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে রাজনৈতিক দলের কর্মী ও সাংবাদিক পরিচয় দেয়ি পাড় পেয়েগেছে। অনুসন্ধানে জানা যায়, বিগত একমাস পূর্বে চাঁদপুর শহরের সচেতন লোকজন পুলিশ প্রশাসনকে তার সম্পর্কে অবহিত করলে ইব্রাহীমকে মোটরসাইকেলসহ আটক করে। আটকের পর সে জনৈক শাহজাহানের ছেলে আসিফ (২৫) কে মুঠোফোনে অবহিত করলে তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা তদবির করে ছাড়িয়ে নিয়ে যায়। সে সময় ইব্রাহীম নিজেকে বর্নালী ম্যাগাজিনের প্রতিনিধি পরিচয় দিয়ে পার পেয়ে যায়। ইদানিং কালে আবারও ইব্রাহীম খলিল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মোটর সাইকেলযোগে শহরে বিভিন্ন অবৈধ কার্যকলাপে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে বর্তমানে শহরের পাল পাড়া কোস্ট গার্ড অফিস ভবনের ৪র্থ তলার ভাড়াটিয়া।
সচেতন মহলের অভিমত মাদক ব্যবসায়ীরা ও চোরা কারবারীরা নিজেদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় তারা নিজেদের রাজনৈতিক দলের নেতা কর্মী, সাংবাদিক পরিচয় দিয়ে শহরে অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানায়।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।