মতলব উত্তর:মতলব উত্তর উপজেলায় গত রোববার রাতে এক ভাড়াটিয়া মোটর সাইকেল চালককে খুন করে মোটর সাইকেল ছিনতাই করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার সকাল ১১টার দিকে মতলব উত্তর থানা পুলিশ উপজেলার ষাটনল ইউনিয়নের মধ্য কালিপুর গ্রামের জাহাঙ্গীর প্রধানীয়ার পুকুরের পশ্চিম পার্শ্বে একটি বাগান থেকে ভাড়াটিয়া মোটর সাইকেল চালক কবির হোসেন (৩২) এর লাশ উদ্ধার করে। সে ছেংগারচর পৌরসভার পশ্চিম জীবগাঁও গ্রামের মোঃ আব্দুল মজিদ বেপারীর ছেলে। নিহত কবির হোসেনের মাহিন (২) নামে এক ছেলে সন্তান রয়েছে।
জানা যায়, কবির হোসেন গত রোববার রাত ৯টার দিকে তার বাড়ী থেকে খাবার খেয়ে প্রতিদিনের মতো ভাড়ায় মোটরসাইকেল চালানোর জন্য বাহির হয়। রাতে সে বাড়ি ফিরেনি। সকালে তার পরিবার সংবাদ পায় যে, কবির হোসেনকে খুন করে ফেলে রেখে দুর্বৃত্তরা মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে গেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার পুলিশ সকাল ১০টার দিকে মোবাইল কর্তৃক সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মধ্য কালিপুর জাহাঙ্গীর প্রধানীয়ার বাড়ীর পুকুরের পশ্চিম পার্শ্বের বাগানে পরে থাকা কবির হোসেনের লাশ উদ্ধার করে। এরপর থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা মোটর সাইকেলের চোরাই চক্র মোটর সাইকেলটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে ভাড়া করে নিয়ে পরিকল্পিত ভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।
উল্লেখ্য, মতলব উত্তর উপজেলায় ভাড়াটিয়া মোটর সাইকেল চালককে খুন করে মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটতে অহরহ। সচেতন মহলের ধারণা ভাড়াটিয়া মোটর সাইকেল চলার কারণে ভাড়া করে নিয়ে চালককে খুন করে মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার জন্য একটি চক্র কাজ করছে দীর্ঘদিন ধরে।