আশিক বিন রহিম ॥
চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে চাঁদপুর জেলা ও আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের মূল হোতাকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। গত ২৪ অক্টোবর সন্ধায় চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু গোপন সংবাদের খবর পেয়ে সঙ্গিয় সদস্যদের নিয়ে চাঁদপুর শহরের কালিবাড়ি রেলওয়ে প্লাট ফর্মে অভিযান চালিয়ে মতলব দক্ষিন উপজেলার বুইতারপার গ্রামের প্রধানিয়া বাড়ির ওহাব আলি প্রদানের ছেলে মটর সাইকেল চোর চক্রের হোতা জয়নাল আবেদিন রানা (৪৩) কে আটক করেছে। পুলিশ জানায়, আটক রানা ঘন ঘন বাসা পরিবর্তন করে থাকে। কখন পুরান বাজার, বড় স্টেশন, ষোল ঘড় এলাকায় বাসা ভাড়া করে থেকে এই ধরনের অপরাধ করে চলছে। আটক জয়নাল আবেদিন রানার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মোবাইল চুরির মামলা, চাঁদপুর মডেল থানায় মোটর সাইকেল চুরির মামলা রয়েছে। আটক জয়নাল আবেদিন রানার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে, চাঁদপুরের পুলিশ বিভাগের এক উর্ধতন কর্তৃপক্ষের বাসায় গৃহ শিক্ষিকা মহমায়া এলাকার জনৈক এক নারিকে অপহরণ করা হয়েছিল। ওই নারির ব্যবহৃত মোবাইল ফোন আটক রানার বাসা থেকে একসময় পুলিশ উদ্ধার করেছিল। আহসানুজ্জামান লাবু জানায়, জয়নাল আবেদিন রানা একজন আন্ত জেলা মটর সাইকেল চোর চক্রের মূল হোতা। তার নেতৃত্বেই চাঁদপুর মতলব উত্তর উপজেলা ও ঢাকা থেকে ভাড়া করে ছিনতাইকারী এনে চাঁদপুর শহর ও আশ পাশের এলাকায় মোটর সাইকেল চুরির ঘটনা ঘটিয়ে থাকে।