মিজানুর রহমান রানা
চাঁদপুর মডেল থানা থেকে ওয়ারেন্টভুক্ত মোটর সাইকেল চোর আটকের পর পালানোর চেস্টাকালে পুনরায় আটক হওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল দুপর ১২টায় ওয়ারেন্টভুক্ত মোটর সাইকেল চোর চক্রের সদস্য সুমন শেখ (২২) চাঁদপুর মডেল থানা এলাকায় আসে। এসময় তাকে দেখে চিনতে পেরে মডেল থানার এ এস আই আহসানুজ্জামান তাকে আটক করে। তাকে থানার ডিউটি অফিসারের কক্ষে রেখে নাম ঠিকানা লিখার সময় হটাৎ সে দৌড়ে পালাবার চেষ্টা চালায়। টের পেয়ে এএসআই আহসানুজ্জামানও তার পিছু নেয়। এক পর্যায়ে তাকে রেজিস্টি অফিসের সামনে থেকে উপস্থিত লোকজনের সহায়তায় আটক করতে সক্ষম হয়। এ এস আই আহসানুজ্জামান জানায়, আটক সুমন শেখ একজন ওয়ারেন্ট ভুক্ত মোটর সাইকেল চোর। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একাধিক মোটর সাইকেল চুরির মামলা রয়েছে। এছাড়াও বেসকিছুদিন আগে শহর থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল সহ সদর উপজেলার মহামায়া বাজার থেকে হাতেনাতে আটক করা হয়। পরে সে জামিনে বেরিয়ে পুনরায় মোটর সাইকেল চুরির সাথে জড়িয়ে পড়ে। আটক সুমন শেখ বাবুহাট খলিশাঢুলি গ্রামের ইব্রাহীম শেখের পুত্র।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।