শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের তরপুরচন্দী পাকা মসজিদ এলাকায় মোবাইল চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদ করায় চোরের হামলায় হরুনুর রশীদ (১৭) নামের এক যুবক আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় পাকা মসজিদ এলাকায় গাজী বাড়ীতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চাঁদপুর ২৫০ সয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালে ভর্তি করে। ঘটনা বিবরনে জানাযায় , তরপুরচন্দী গাজী বাড়ী জয়নাল গাজীর ছেলে হারুনুর রশীদ আল আমিন মডেল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে বাড়ীতে আসে। রাতে পড়া শুনা শেষ করে নিজ বিছানায় ঘুমিয়ে পড়ে। বিছানার পাশে স্যাসস্যাম গ্যালাক্সি নামের একটি মোবাইল ফোন ছিল। একই বাড়ির আবুল গাজীর ছেলে কাঠ মেস্তুরী ফারুক গাজী (৪০) সুযোগ বুঝে হারুনুর রশীদের কক্ষে প্রবেশ করে। এসময় তার পরিবারের লোকজন ঘরে ঢুকার সময় দেখতে পায়। সকালে ঘুম থেকে উঠে হারুন তার মোবাইল ফোনটি নাপেয়ে চুরির সন্দেহ কাঠ মেস্তুরী ফারুক গাজীকে জিজ্ঞাসাবাদ করে। মোবাইল চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদ করায় ফারুক দেশীয় অ¯্রদিয়ে মাদ্রাসার ছাত্র হারুনুুর রশীদকে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্দার করে হাসপাতালে এনে চিকিৎসা করায়। এই ঘটনায় হামলা কারীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।