শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর ওয়্যারলেছ বাজার এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে শান্ত (১৫) নাম এক কিশোরকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে দূবৃর্ত্তরা। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার রাত ৯ টায় ওয়্যারলেছ বাজার এলাকার ইকরা মডেল একাডেমীর সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাওয়া খেয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। জানা যায়,ওয়্যারলেছ বেপারী বাড়ী জাহাঙ্গীর বেপারীর ছেলে শান্তকে চেয়ারম্যান এলাকায় সুমন (২০) নামক এক যুবক মোবাইলে ফোন করে জরুরী কথা আছে বলে আসতে বলে। এ সময় শান্ত তার কথামত ইকরা মডেল স্কুলের সামনে আসলে সুমনের সাথে থাকা টেকনিকেল বন বিভাগের এলাকার সিয়াম ও হৃদয় নামে ২ যুবক দেশীয় অস্ত্র নিয়ে শান্তর উপর হামলা চালায় । তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে ফ্লিমি স্টাইলে ঘটনাস্থল তুলে নিয়ে যাওয়ার সময় তার ডাক চিৎকারে স্থানীয় যুবকরা দৌড়ে এসে হামলাকারীদের দাওয়া করে। এ সময় গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসা করানো। এ সময় শান্তর বাবা জাহাঙ্গীর হামলাকারীদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।