মোলহেড পরিদর্শনকালে হানিফ সংকেতের সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, পুলিশ সুপার মোঃ আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ক্যাব চাঁদপুর জেলা সভাপতি জীবন কানাই চক্রবর্তী, মেসার্স রাকিব ওয়াটার ওয়েজের স্বত্বাধিকারী আলহাজ্ব এম.এ.বারী খান, চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী (নির্বাহী প্রকৌশলী) রূপক কান্তি মজুমদার, চাঁদপুর বন্দর কর্মকর্তা মোবারক হোসেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ কাইয়ুম, ওসি (তদন্ত) মোঃ আরিচুল হক, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনির, পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান বেপারী, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ এবং ইত্যাদি অনুষ্ঠান নির্মাণকারী প্রতিষ্ঠান ফাল্গুন অডিও ভিশন-এর কর্মকর্তা মামুন। তারা মোলহেডের চারপাশ ঘুরে দেখেন।
এ সময় হানিফ সংকেত অনুষ্ঠান নির্মাণের জন্য কতটুকু জায়গা, বিদ্যুৎ, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে কথা বলেন। তিনি শুধুমাত্র মোলহেড নয়, পদ্মা-মেঘনা ও ডাকাতিয়ার মিলনস্থলটিকেও অনুষ্ঠানের মধ্যে তুলে ধরতে চান বলে জানান। এই কাজে লঞ্চসহ নৌযানও সহযোগিতার জন্য লাগতে পারে বলে তিনি জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সাথে আলাপকালে তিনি জানান, ইত্যাদি মূলত সারাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলো তাদের অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরে। সে লক্ষ্যে তারা এবার চাঁদপুরের ঐতিহ্যবাহী নদী বন্দর ও রূপালী ইলিশের বিখ্যাত শহর চাঁদপুরকে নির্ধারণ করেছেন। প্রথমবারের মতো হানিফ সংকেত নিজেই স্থানটি পরিদর্শন করলেন, পরবর্তীতে ফাল্গুন অডিও ভিশনের আরেকটি টীম এসে পরিদর্শন করবে। এরপর তাদের লোকজন অনুষ্ঠান ধারণ করার জন্য স্থানটি উপযোগী করবেন।
ফাল্গুন অডিও ভিশনের নিজস্ব অর্থায়নে ইত্যাদি নির্মাণের জন্য তারা চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, বিদ্যুৎ বিভাগ, আভ্যন্তরীণ বন্দর ও নৌ-পরিবহন কর্তৃপক্ষসহ সকলের নিকট সহযোগিতা কামনা করেছেন। তবে অনুষ্ঠানটি নির্মাণের নির্ধারিত দিন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।