স্টাফ রিপোর্টার ॥ বড় স্টেশন রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি সিরাজুল ইসলাম বলেছেন, যে এলাকায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থাকে, সে এলাকায় গুনাহের কাজ কম হয়। ওই এলাকার মানুষ তখন ওই প্রতিষ্ঠান মুখী হয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করে। এর ফলে ওই এলাকায় আল্লাহর রহমত থাকে। শনিবার (৫ আগষ্ট) সকাল ৭টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা গ্রামে মোহাম্মদীয়া মাদানী দারুস্ সুন্নাহ্ মাদ্রাসা ও এতিমখানার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত মুসলমান ভাইদের উদ্দেশ্যে এসব কথা বলেন। উদ্বোধন পূর্বে পবিত্র কুরআনের সুুরা ক্বাহাফ তিলাওয়াত করেন মাদরাসার পরিচালক ক্বারী মাওলানা মোঃ ইমাম হোসাইন। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন্তেজামিয়া কমিটির পক্ষে বাংলাদেশ খেলাফত আন্দোলন এর ভারপ্রাপ্ত মহাসচিব ও চাঁদপুর জেলা শাখার সভাপতি, জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন, মোঃ আমিন মাষ্টার, বাগাদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মো. শহীদ মোল্লা, আলহাজ্ব শাহজাহান মোল্লা, মো. বাচ্চু মোল্লা, মাদ্রাসা উন্নয়ন কমিটির পক্ষে আলহাজ্ব নুর মোহাম্মদ গাজী (নুরু গাজী), মো. জাহাঙ্গীর আলম বেপারী, মজিদ মোল্লা, খোরশেদ আলম বাবুল মোল্লা, মো. আল-আমিন, ব্যবসায়ী আব্দুল কুদ্দুছ, শফিকুর রহমান শেখ প্রমূখ। মাদরাসার উন্নতি, দ্বীনি এলেম প্রচার ও প্রসারে মহান আল্লাহর কাছে সহযোগিতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি সিরাজুল ইসলাম।
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।