শাহরিয়ার খান কৌশিক॥
চাঁদপুর শহরে নোংরা, অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী ও শহরের অসহনীয় যানজট নিরশনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালীন সময়ে নোংরা পরিবেশে মিষ্টি তৈরীর অপরাধে মৌসুমী সুইটসের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত যানজট নিরশনে শহরের প্রধান প্রধান সড়কে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজেষ্টেট রাশেদ মোঃ কামাল।
চাঁদপুরের মেথা রোডস্থ মৌসুমী সুইটসের কারখানায় নোংরা পরিবেশ, বাসি দুধ, মিষ্টির সিরা ও পচাঁ মিষ্টি রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা জরিমান আদায় করে। চাঁদপুরে মাত্রাতিরিক্তহারে যানজট বেরে যাওয়ায় শহরের প্রধান সড়কগুলোতে ভ্রাম্যমান ভ্যানগাড়িতে ফল ও কাচামালের দোকান অপসারনের জন্য ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় কালীবাড়ি শপথ চত্বর, পালবাজার,ব্রীজ সংলগ্ন এলাকায় রাস্তার উপরে ভ্রাম্যমান ব্যানগাড়িগুলো অপসারন করে ভ্রাম্যমান আদালত। এছাড়া পুরানবাজার নতুনবাজার সেতুর পালের বাজার গোড়ায় যানজট নিরসনে সিএনজি ষ্ট্যান্ডে যত্রতত্র রাখা সিএনজিগুলো অপসারন করে দেয়। নির্বাহী ম্যাজেষ্টেট রাশেদ মোঃ কামাল জানান, শহরে রাস্তার উপর রাখা ভ্রাম্যমান ফল ও কাচামালের ভ্যানগুলো যানজটের মূল কারন। তাই ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এগুলোর বিরদ্ধে ব্যবস্থা নেবে। এছাড়া কালিবাড়ি ও পালবাজার এলাকার অবৈধ সিএনজি ষ্ট্যান্ড অচিরেই উচ্ছেদ করা হবে। যাতে করে যাজট নিরশন করা সম্ভব হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।