প্রতিনিধি
সদর উপজেলার গোবিন্দিয়া এলাকায় জেলেদের হামলায় ম্যাজিস্ট্রেট রাজীবুল হক খান আহত হয়েছেন।
সোমবার সকালের দিকে ‘মা’ ইলিশ মাছ ধরতে বাধা দিলে এ ঘটনা ঘটে।
ম্যাজিস্ট্রেট রাজীবুল হক জানান, তিনি নিয়মিত অভিযানের অংশ হিসেবে নদীতে ‘মা’ ইলিশ ধরতে জেলেদের নিষেধ করেন। এর ফলে জেলেরা ক্ষুব্ধ হয়। এর এক পর্যায়ে জেলেদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় জেলেরা ইট ছুড়ে মারলে তার পায়ে লাগে। এতে তিনি আহত হন।
পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি বাসায় ফিরে এসেছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ আলম জানান, প্রতিদিনের মতো সোমাবার ভোরে চাঁদপুর সদরের বিভিন্ন স্থানে ‘মা’ ইলিশ মাছ ধরা বন্ধ করার জন্য অভিযানে চালায় ভ্রাম্যমাণ আদালত। সকাল ৮টার দিকে গোবিন্দিয়া এলাকায় মেঘনা নদীতে ‘মা’ ইলিশ ধরার সময় জেলেদের নৌকা আটক করতে গেলে জেলেরা ম্যাজিস্ট্রেট রকিবুলের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌপুলিশ ১৯ ও কোস্টগার্ড ২১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত ৬০ জনকে আটক করা হয়েছে। এ সময় নৌকা, জাল ও ২৫ কেজি ‘মা’ ইলিশসহ ৩ জনকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।