মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী। এ সময় তিনি নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন, আপনাদের পাশে সব সময় থেকেছি। যখন স্মরন করেছেন তখন আপনাদের সেবা দিতে এগিয়ে এসেছি। সম্মেলন সামনে রেখে অনেকে অতিথি পাখি হয়ে আসবে। বিপদের দিনে তারা আপনাদের পাশে ছিলনা। আপনারা বিবেক দিয়ে কাজ করবেন, সাবধান থাকবেন। তিনি আরও বলেন, আমি কোন মন্ত্রী, এমপি পাইনি। তারপরও দলের আদর্শ থেকে বিচ্যুতি হইনি। সম্মেলনে ঐক্যবদ্ধ ভাবে জবাব দিবেন।
স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। সভায় মোবাইল কনফারেন্সের মাধ্যমে জেলা আওয়ামীলীগের সভাপতি শামছুল হক ভূঁইয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফরিদ উল্লাহ্ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠকি সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল ও বিল্লাল হোসেন তুষার, দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড. মোঃ আনোয়ার হোসেন, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী নজরুল ইসলাম, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, মেহের উত্তর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম, মেহের দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সফি আহমেদ মিন্টু, রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারেফ হোসেন মুশু, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ডাঃ আবদুর রাজ্জাক, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল হোসেন, চিতাষী পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, সূচিপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম মানিকসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ মাহবুব আলম চৌধুরী।