গতকাল ১৭ মার্চ সোমবার ছিলো স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিবস। এ দিনটিকে পূর্বেই রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছিলো জাতীয় শিশু দিবস হিসেবে। গতকাল ছিলো রাষ্ট্রীয় ও ব্যক্তি জীবনের এক বিশেষ দিন। দেশের অন্যান্য জেলার মতো চাঁদপুরেও জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল এ উপলক্ষে শিশু সমাবেশ, বর্ণাঢ্য শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। এরপর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও প্রশাসনের লোকজনের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালী বাড়ি মোড় হয়ে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে এসে শেষ হয়। এরপর সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমীতে পুরাণবাজার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রতন মজুমদারের সঞ্চালনায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন দর্শনে সচিত্র বর্ণনা দেয়া হয়। বেলা সাড়ে দশটায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল্লাহ নূরীর উপস্থাপনায় কেক কাটেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, পুলিশ সুপার মোঃ আমির জাফর, চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওচমান গণি পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। এ সময় শিশুদের হাতে ৯৪টি মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এর পরপরই জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর জেলা কালচারাল অফিসার আবু ছালেহ মোঃ আব্দুল্লাহ।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।