রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর হরিণা ফেরীঘাটে সোমবার দিনগত রাত ২টায় সুন্দরবন-৬ নামের একটি লঞ্চ ঝড়ের কবলে পড়লে আতঙ্কে কলেজ ছাত্র মোজাম্মেল হোসেন বাবর (২৪) ঐ লঞ্চ থেকে নদীতে ঝাপ দেয়। পরে সহপাঠীরা তাকে অনেক খোজাখুজি করে না পেয়ে পরিবারের স্বজনদের জানায়। বাবর পৌর ৬নং ওয়ার্ড বকুলতলা এলাকার তাফাজ্জল হোসেনের ছেলে। সে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র। এ বিষয়ে বাবরের পিতা চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন। নিখোজ বাবরের পিতা তাফাজ্জল হোসেন জানায়, গত ৪ দিন পূর্বে বাবর, দিপু, শুভ, নাজমুল ও তানভির চাঁদপুর থেকে ভ্রমনের জন্য কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়। সোমবার কুয়াকাট থেকে সুন্দরবন-৬ নামের লঞ্চটি হরিণা ফেরীঘাটে আসলে ঝড়ের কবলে পড়ে। লঞ্চে থাকা ৪ বন্ধুর মধ্যে বাবর প্রচন্ড ঝড় দেখে লঞ্চ থেকে ঝাপ দেয়। মঙ্গলবার ভোর বেলায় বাবরের বন্ধুরা আমাকে জানায় সে ঝড়ের ভয়ে নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনায় নিখোঁজ বাবরের সন্ধানে নৌ পুলিশ মঙ্গলবার হরিনা ও আশপাশের এলাকায় মাইকিং করছে।