শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীবাহী লঞ্চে থেকে রিভারলবার, ২টি বুলেট,বিদেশী মদ ও গাজা সহ আটক আসামিদের অস্ত্র ও নারী নির্যাতন মামলায় ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মামলা তদন্তকারী কর্মকর্তা মাসুদ শামীম আসামীদের বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। আটক ৫ আসামীদের মধ্যে ৩ জনকে অস্ত্র ও নারী নির্যাতনের ২ টি মামলায় ৩ দিনের রিমান্ডে এনে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। আটককৃতদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ন তথ্য উদঘাটন করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। এদিকে আটক আসামীদের বিরুদ্ধে ঢাকা,পটুয়াখালিসহ বিভিন্ন জেলায় ডাকাতি ছিনতাই সহ বেশ কিছু মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ শামীম জানায়, আটক ৩ আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর গুরুত্বপূর্ন কিছু তথ্য পাওয়া গেছে। যা মামলার তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না। ৩ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরন করা হবে।
উল্লেখ্য, ১৭ জানুয়ারী রবিবার রাতে ঢাকা জিঞ্জিরার ওমর ফারুকের স্ত্রী দিনা বেগম (২৯) তার পরকিয়া প্রেমিক মাদারিপুর হবুল পাতিয়া গ্রামের দুলাল চকিদারের ছেলে মোঃ সোহেল তানভির (২৬) এর সাথে ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেরে যাওয়া পারাবত-১৪ লঞ্চে ওঠে। লঞ্চটি ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ঘাট থেকে ছাড়ার পর ঐ যুবক যুবতি লঞ্চের ২য় তলায় ৩৩৭ নং ষ্টাফ কেবিন ভাড়া নিয়ে আবস্থান করেন। এ সময় লঞ্চে থাকা ৪ অস্ত্রধারী সন্ত্রাস তাদেরকে দেখতে পেয়ে পিছু নেয়। লঞ্চ ছাড়ার ১ ঘন্টা পর ৪ সন্ত্রাসী সেই কোবনে প্রবেশ করে নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে পরকিয়া প্রেমিক সোহেল তানভিরকে বের করে ৩য় তলায় সন্ত্রাসীদের ৩৩২ নং কেবিনে আটকে রাখে। এসময় যুবক যুবতির সাথে থাকা মোবাইল সহ নগদ টাকা ছিনিয়ে নেয়। লঞ্চের মাষ্টার ও ৩য় তলায় যাত্রীরা নির্যাতনের খবর জানতে পেরে চাঁদপুর নৌ-পুলিশ ও ডিবি পুলিশকে মোবাইলে অবহিত করেন। পরে নৌ পুলিশ লঞ্চে তল্লাশী চালিয়ে ২য় তলার ষ্টাফ কেবিন থেকে যুবতি দিনা বেগমকে উদ্ধার করে। পরে সন্ত্রাসীদের কেবিনে আটকে রাখা যুবক সোহেল তানভিরকে উদ্ধার করে। এসময় সন্ত্রাসীদের ৩৩২ নং কেবিনটি তল্লাশী চালিয়ে একটি রিভারলবার, ২টি বুলেট, বিদেশী মদ ও গাজা জব্দ করে। এই ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করে নির্যাতিতদের উদ্ধার করে নৌ-ফাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় নৌ-পুলিশ বাদী হয়ে আটককৃত মাদারীপুরের সমিতির হাটের আতাহার মোল্লার ছেলে সুজন (২০), তার মা বুলবুলি বেগম (৫০) ঢাকা জুরাইন এর মফিজের ছেলে রজব (১৯) আতিক উল্লার ছেলে ইমরান (২০) হারুনের ছেলে সাব্বির (১৮) কে আসামী করে মামলা দায়ের করেছে।