চাঁদপুর প্রতিনিধি : বিরোধীদলকে ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ধর্মের অপব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করবেন না। এ দেশ গণতান্ত্রিক দেশ। এ দেশের মানুষ গণতন্ত্রের বাইরে যেতে চায় না।
শুক্রবার বিকেলে চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘‘যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের ঘরে আটকে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কোনো কোনো মহল নারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। মেয়েদের জন্য আশঙ্কা দেখা দিয়েছে, তাই সজাগ থাকতে হবে।’’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গনি পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাদেকুর রহমান প্রমুখ।
একই দিন মন্ত্রী চাঁদপুর সরকারি কলেজ ও পুরানবাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে যোগদান করেন।