মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া আবদুল কাদের মোল্লার রায় কার্যকর প্রক্রিয়া শেষ মুহূর্তে হলেও স্থগিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তিনি এ দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে এ আবেদন জানান। বাংলাদেশ সময় রাত ১১টার পর জাতিসংঘ প্রকাশিত ওই বিবৃতি প্রকাশের আগেই একজন চেম্বার জাজ রায় কার্যকর প্রক্রিয়া আজ সকাল ১০টা পর্যন্ত স্থগিত করেন।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে কাদের মোল্লার রায় কার্যকরের প্রস্তুতির কথা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর পরপরই উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুক্তরাজ্যের পররাষ্ট্রবিষয়ক দফতরের জেষ্ঠ্য প্রতিমন্ত্রী ব্যারোনেস ওয়ারসি বলেন, যুক্তরাজ্য মৃত্যুদণ্ড কার্যকর করার বিরোধী। অন্যদিকে ইইউও অনুরূপ এক বিবৃতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে।