আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের ওহাইওর সিনসিনাটিতে প্রথম চন্দ্রবিজয়ী নীল আর্মস্ট্রংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ কথা জানিয়েছে ।
পারিবারিকভাবেই আর্মস্ট্রংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে ।পরিবারের সদস্যদের বাইরে তেমন কেউ থাকছেন না।
আর্মস্ট্রংয়ের জন্মস্থান ওহাইওর ওয়াপাকোনেটায় অবস্থিত আর্মস্ট্রং এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম আজ বুধবার তাঁর স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন আর্মস্ট্রং সেখেনে একটি স্মরণানুষ্ঠানের আয়োজন করে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
চাঁদপুর নিউজ সংবাদ