প্রতিনিধি
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেছেন, তরীকার নেয়ামত লাভ করার জন্য মুরিদের মধ্যে যে গুণটি প্রথমত দরকার তা হলো আদব। আদব হলো কোনো বস্তুকে তার যথাস্থানে রাখা। সুতরাং মুসলমানদের আদবে পরিপূর্ণ হতে হলে আখলাকে নববীর পূর্ণ অধিকারী হতে হবে। রাসূলে পাক (সাঃ) যেমনি তাঁর মহান চরিত্রের দ্বারা তৎকালীন আরবের লোকদের মন জয় করেছিলেন তদ্রুপ আমাদেরকেও আদর্শ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। পীর ছাহেব ভক্ত মুরিদানের উদ্দেশ্যে বলেন, আপনার পরশে লোকেরা অবিভূত হয়ে হক্ব ছিলছিলার দামান ধরতে আগ্রহী হবে। অতএব প্রথমেই আপনাকে আদবওয়ালা হতে হবে। সত্য ও ন্যায়ে হতে হবে বিনয়ী, তেমনি মিথ্যা ও অন্যায়ের প্রতি হতে হবে আপোষহীন। তবে কোনো উগ্রতা নয় বরং ভদ্রোচিত ভাবেই সত্যকে আঁকড়ে থাকা হবে বুদ্ধিমানের কাজ। তিনি বলেন, তরীকা একজন মুসলমানকে আদবওয়ালা বানায়। তরীকা শিক্ষা ছাড়া কেউ পূর্ণ তরীকতপন্থী হতে পারে না। তিনি আরো বলেন, যুগের ক্রান্তিলগ্নে হাক্কানি আলেম তৈরিতে দীনিয়া মাদ্রাসা ভূমিকা রাখছে। তিনি গতকাল শনিবার ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদ্বয়ের ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাহফিল বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। এতে আরও বক্তব্য রাখেন জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন, কেন্দ্রীয় কাজী আলহাজ্ব আল্লামা মুফতী মোস্তফা হামিদী, যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় মহাসচিব মাওঃ রুহুল আমিন আফসারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ হাফেজ মোঃ বোরহান উদ্দীন ছালেহী, জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দীন খন্দকার, সন্তোষপুর দরবার শরীফের পরিচালক আলহাজ্ব মাওঃ আবদুল করিম বিন মোহাম্মদ। সন্তোষপুর দরবার শরীফের মেজ সাহেবজাদা আলহাজ্ব মাওঃ মোঃ মহিউদ্দীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলার ভগ্নিগতি আলহাজ্ব মাওঃ হেদায়েতুল্লাহ ওবায়দী, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস ও ফরিদগঞ্জ জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মমিনুল ইসলাম খান প্রমুখ।
মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ ড. একেএম মাহবুবুর রহমান, জমইয়াতে হিযবুল্লাহর জেলা সভাপতি হাজী আবদুল আহাদ, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি আলহাজ্ব মাওঃ ফজলুল হক্ব, গল্লাক আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ আবদুর রহমান, সন্তোষপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও সহ-সভাপতি মাওঃ আহম সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওঃ খাজা আহমদ, জেলা ছাত্র হিযবুল্লাহর সাবেক সাধারণ সম্পাদক কাওসার আহমদসহ সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।
পরিশেষে মিলাদ-কিয়াম শেষে পীর ছাহেব কেবলা মুসলিম উম্মাহর ইহলৌকিক শান্তি ও পারলৌকিক মুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত করেন।