সংবাদদাতা =
রাজনৈতিক দল হিসাবে জামায়াত- শিবিরকে নিষিদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার সমর্থনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে গত ৫ জানুয়ারি দুপুরে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের সামনে এবং মার্কিন পররাষ্ট্র দফতরের সামনে পৃথক সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী এসব কর্মসূচিতে অংশ নেন ।হোয়াইট হাউজ এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে এ যাবতকালের সর্ববৃহৎ এ সমাবেশের আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ । বাংলাদেশে চলমান আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রতি এবং একাত্তরের ঘাতকদের সমন্বয়ে গঠিত ও পরিচালিত জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার গণদাবির প্রতি মার্কিন প্রশাসনের জোরালো সমর্থন আদায়ের অভিপ্রায়ে এই কর্মসূচি গ্রহণ করা হয় ।বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের উপস্থিতি ছিল চোখে পরার মত।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।