প্রতিনিধি চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার ও সুজাতপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের রোগ মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ জানুয়ারি) সকালে সুজাতপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে দোয়া পরিচালনা করেন সুজাতপুর ডিগি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারি অ্যাধাপক আত্ াউল্লাহ। মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের রোগ মুক্তি কামনায় মোন্জাতে অংশ গ্রহন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজ, সহকারী অধ্যাপক সুনীল চন্দ্র সরকার, সুব্রত দাস, অরুন চন্দ্র সরকার সহকারী অধ্যাপক মোরশেদ আলম, সিনিয়র প্রভাষক হেলেনা আক্তার, ইব্রাহিম হোসেন, ওমর ফারুক, নিজাম উদ্দিন, আফিয়া খাতুন, প্রভাষক শাহিন খান,অমল চন্দ্র পাল ও প্রর্দশক মাহাবুব, সহকারী লাইব্রেরিয়ান মফিজুল ইসলাম, শরীর চর্চা শিক্ষক জেসমিন আক্তার।
উল্লেখ্য, ২৩ জানুয়ারী দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন ক্েক্ষ বুকে ব্যাথা অনুভ’ত হলে তাকে ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি হন। ২৪ জানুয়ারি তার অবস্থার অবনতি হলে ঢাকা হৃদরোগ ইনিষ্টিটিউটে প্রেরন করেন।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।