আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে যুবদলকর্মী নিহত হওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার চাঁদপুরে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালিত। বন্ধ রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান।
হরতালের সমর্থনে কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে বেলা ১১টায় একটি মিছিল বের হয়। এ ছাড়া দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে বিএনপি ও ছাত্রদলের অপর আরেকটি গ্রুপ বাসষ্ট্যান্ড এলাকায় পতাকা মিছিল করে।
গতকাল সন্ধ্যায় চাঁদপুর সদরে লোদেরগাঁও এলাকায় বিজিবির গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ফারুক হোসেন নামে যুবদলের এক কর্মী নিহত হন।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।