মিজানুর রহমান রানা
যুবদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন শীঘ্রই আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে। আন্দোলন বেগবান হবে স্বৈরাচারী হাসিনার পতনের দাবিতে। এই আন্দোলন চাঁদপুরসহ সারাদেশে ছড়িয়ে পড়বে; যা সামাল দেওয়া শেখ হাসিনা সরকারের জন্যে কঠিন হয়ে পড়বে। শেখ হাসিনা যেভাবে সারাদেশে বিএনপি ও যুবদল নেতা-কর্মীদের গ্রেফতার শুরু করেছে তাতে তারা তাদের একদলীয় স্বৈরাচারী শাসনের প্রমাণ দিচ্ছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমাদের শপথ হবে আমরা খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী হাসিনার একদলীয় শাসনের পতন ঘটাবো।
যুবদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনাসভা গতকাল সোমবার চাঁদপুরে অনুষ্ঠিত হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের উপস্থাপনায় আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন সাবেক যুবদল সভাপতি ও জেলা বিএনপির সহ-সম্পাদক মুনির চৌধুরী, শহর বিএনপির সভাপতি অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সেলিম, সদর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর, পৌর যুবদলের আহ্বায়ক আবদুল কাদের বেপারী প্রমুখ। উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা ছাত্রদল আহ্বায়ক ফয়সাল গাজী বাহার, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাঝি, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সদস্য সচিব হযরত আলী, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মাল প্রমুখ।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।