ফাহিম শাহরিন কৌশিক খান ঃ
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের রাস্তা সংকারের বরাদ্ধকৃত প্রজেক্টের ২টন গমের টাকা নেওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন সুমনকে (২৮) পিটিয়ে আহত করেছে চাঁদাবাজরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রজেক্টের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে মঠখোলার মাজারের সামনে এ হামলা করে টাকা ছিনতাই করে নেয়। গুরুতর আহত অবস্থায় যুবলীগ নেতা সুমনকে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করানো হয়। এ ঘটনায় হামলা কারীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। ঘটনার বিবরনে জানাযায় উত্তর মৈশাদী ১নং ওয়ার্ডের নুরু গাজীর ছেলে মোফাজ্জল হোসেন সুমন ঘটনার দিন প্রকল্পের টাকা নেওয়ার জন্য চাঁদপুরে আসে। রাস্তা সংকারকৃত ২টনের ৩৪ হাজার টাকা নিয়ে আনোয়ার মেম্বারকে সাথে নিয়ে বাড়ী ফেরার পথে মঠখোলায় মৈশাদী ইউনিয়নের চিহিৃত চাঁদাবাজ ও ইয়াবা ব্যবসায়ী সোহেল (২৮) তার সঙ্গবঙ্গদের সাথে নিয়ে পথ গতিরোধ করে। এ সময় সে প্রজেক্টের রাস্তা সংকারের কাজ না করিয়ে টাকার তাকে দেওয়ার জন্য বলে। এনিয়ে উভয়ের মধ্যে বাকবির্তকের এক পর্যায়ে সোহেল দেশীয় অস্ত্র ও লাঠিচোঠা দিয়ে যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন সুমনকে পিটিয়ে আহত করে। ঘটনাস্থল থেকে প্রজেক্টের ৩৪ হাজার টাকাও সুমনের সরকারি সৌর বিদ্যুৎ প্রকল্পের ৯ হাজার ৭শত টাকা পকেট থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এমনটাই জানালেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা যুবলীগ নেতা সুমন। উল্লেখ্য মৈশাদী ইউনিয়নের ইয়াবা ব্যবসায়ী সোহল দীর্ঘদিন যাবৎ তার মাদক ব্যবসা করে এলাকার যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে। পুলিশ থাকে ইয়াবাসহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করার পর সে বেরিয়ে এসে পুনঃরায় রাজনীতিক দলের নাম ভাঙ্গিয়ে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে চাঁদপুরের বিভিন্ন পত্রিকায় তার বিরুদ্ধে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। সে মাদক ব্যবসায়ী হিসেবে চাঁদপুর মডেল থানা পুলিশের তালিকায় তার নাম যুক্ত রয়েছে।