স্টাফ রিপোর্টার
ফেনসিডিল ও গাঁজাসহ শাহারাস্তিতে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ২ জনকে আটক করেছে শাহ্রাস্তি মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সোমবার রাত ৮টায় উপজেলার কালিয়াপাড়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজীগঞ্জ মকিমাবাদ গ্রামের কাজী গোলাম মোস্তফা জিলান (৪০) ও একই গ্রামের আরশাদ আলী (৩৫)কে ১ বোতল ফেনসিডিল ও ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। অভিযানে নেতৃত্ব দেন শাহ্রাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুন, উপ-পরিদর্শক মোঃ আব্দুল মান্নান ও সঙ্গীয় ফোর্স। এ ব্যাপারে শাহারাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।