মোঃনাজমুল হাসান( বাঁধন):
শুত্রুবার চাঁদপুর মধ্য গুনরাজদী মাদক জঙ্গীবাদ ও বাল্যবিবাহ রোধকল্পে আলোচনা মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে প্রতিটি পরিবার কে সচেতন হতে হবে চেয়ারম্যান আলহাজ ওচমানগনি পাটওয়ারী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাদজুমা মধ্য গুনরাজদী জামে মসজিদে ১১নং ওয়ার্ড কাউন্সিলর মাঈনুল ইসলাম পাটওয়ারীর আয়োজনে গণসচেতনামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজানে যুব সমাজ ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা মা বাবার খেদমত করুন। আল্লাহ তায়ালার নেয়ামত হাসিল করতে চাইলে মা-বাবার খেদমত করতে হবে। তা না হলে মহান আল্লাহ তায়াল কাছে আমাদের জবাবদীহী করতে হবে। তিনি আমাদের যে উজ্জত-সম্মান পৃথীবিতে দিয়েছেন, তার কতটুকু আমরা রাখতে পেরেছি। তিনি আরো বলেন, আমরা অনেক আগে থেকেই মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে কাজ করছি। আমাদের সমাজে মাদক এমন একটা অভিশাপ, যা সমাজটাকে ধ্বংশ করে দিচ্ছে। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে প্রতিটি ঘরে ঘরে সচেতন হতে হবে। আমরা নতুন প্রজন্মদেরকে নিয়ে কাজ করতে হবে। কারন আমাদের পরে তারাই সমাজে ভ‚মিকা পালন করবে। তাই এখন থেকে আমাদেরকে তাদের প্রতি সঠিক শিক্ষা দিতে হবে। তরুণরাই কিন্তু পারে এই সমাজটাকে আরো এগিয়ে নিয়ে যেতে। যারা এখন মাদকসেবন করে, আমরা তাদের অনুরোধ করবো। তোমরা সঠিক পথে ফিরে আসো। যদি না আসে তখন তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিলর মাঈনুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে ও জেলা ছাত্রদল নেতা শফিউদ্দিন বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা যুবলীগের আহŸায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া, বিএনপি নেতা খলিলুর রহমান গাজী, সমাজসেবক আব্দুর শুকুর মস্টান, বিএনপি নেতা হাবিবুর রহমান ভূঁইয়া, নাছির উদ্দিন ভূঁইয়া, আমির হোসেন ভূঁইয়া, হাবিব গাজী, সমাজসেবক জলকাদর ভূঁইয়া,মোঃজাফর মাস্টার কালাম গাজী, মামুন ভূঁইয়া ও সাংবাদিক জামাল হোসেন আখন্দ।