মোঃ আমিনুল ইসলাম ঃ- সংশ্লিষ্ট প্রশাসনের অবহেলা কিংবা স্থানীয় ইউপি চেয়ারম্যানের ব্যবস্থাহীনতা সত্বেও এলাকার যুব সমাজের উদ্যোগে মেরামত হলো জগতপুর-শাহরাস্তি বাজার সড়কটির। চাঁদপুরের কচুয়া ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এ রাস্তাটি বিকেল ৩টায় আশেপাশের যুবকদের উদ্যোগে ইট ও বালু দ্বারা মেরামত করা হয়।
কচুয়া উপজেলার ভিটাপাতা গ্রামের মৃত হাজী আব্দুল জলিলের পুত্র মনির হোসেন ও শাহরাস্তি উপজেলার আতাকরা গ্রামের আলহাজ্ব সিরাজুল ইসলামের পুত্র নেয়ামত উল্যার প্রাথমিক উদ্যোগের আলোকে গত ২৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় এক বৈঠকে জন সাধারণের অর্থায়নে উক্ত রাস্তাটি মেরামতের সিদ্ধান্ত নেয় স্থানীয় যুব সমাজ। সিদ্ধান্তের আলোকে প্রায় আড়াই কি.মি. গর্ত- খানা খন্দক সমেত রাস্তাটি মেরামত করা হয়। জানা যায়, উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকুরীজীবিসহ শত শত সাধারণ জনগণ যাতায়াত করে। পিজ ঢালা পথের কালো অংশ বহু আগেই শেষ হয়েছিল। বাকী লাল ইটের অংশটুকু চলমান বারিধারায় ধ্বংস হয়েছে। উঠে এসেছে প্রাথমিক কেয়ারের বাংলা রাস্তার অংশ। যা দিয়ে রিক্সা, সি এন জি, অটোরিক্সা, মটর বাইকসহ অন্যান্য যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। সাথে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যা থেকে রেহাই পেতে এলাকাবাসির অর্থায়নে ও যুব সমাজের উদ্যোগে মেরামত করা হয় চলাচলে অযোগ্য এই রাস্তাটি। রাাস্তাটি মেরামতে সার্বিক সহযোগিতা করেন আল-আমিন, শাহ আলম, রিপন, সূজন, মোয়াজ বিন ইসলাম, জামাল, অন্তর, রুবেল,নেয়ামত, হাছান, আমিন, জুয়েল, শাহজাহান, হানিফ, আনোয়ার, মোস্তফা, বাবলু, সূজন রাজ, ইকবাল, কামাল ও সেফায়েতসহ আরও অনেকে।
শিরোনাম:
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।