মতলব প্রতিনিধি=
মতলব উত্তর উপজেলার ডুবগী গ্রামের মনির হোসেন (২৫)-এর স্ত্রী সোনিয়া বেগম (২০) যৌতুকের অত্যাচারে নিখোঁজ হওয়ার ৪ মাস পার হলেও এখনো তার খোঁজ মিলেনি।
জানা যায়, গত ১৫ জানুয়ারি ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া গ্রামের মৃত জাকির হোসেনের মেয়ে সোনিয়াকে ডুবগী গ্রামের জয়নাল বেপারীর ছেলে মনির হোসেনের কাছে বিবাহ দেয়া হয়। বিয়েতে বর পক্ষকে ৩০ হাজার টাকা যৌতুক হিসেবে দেয়ার কথা ছিলো। কিন্তু অসহায় সোনিয়ার পরিবার নগদে এ টাকা দিতে ব্যর্থ হয়। এতে কিছুদিন পরই তার স্বামী মনির হোসেন, শ্বশুর জয়নাল বেপারী ও শাশুড়ি মাহমুদা বেগম সোনিয়াকে প্রচণ্ড মারধর ও তালাকের হুমকি দেয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জুলাই মাসের ৬ তারিখ রাতে সোনিয়াকে নির্মমভাবে আঘাত করা হয়। পরের দিন সোনিয়ার স্বামী, শ্বশুর ও শাশুড়ি লুধুয়ায় সোনিয়ার পিতার বাড়িতে এসে বলে সোনিয়া বাড়ি থেকে পালিয়ে গেছে। তাদের কথায় সন্দেহ হলে সোনিয়ার মা মনিরা বেগম ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর কাছে লিখিত অভিযোগ করেন। পরে ইউপি চেয়ারম্যান ঘটনাটি থানায় অবহিত করেন। এ ঘটনার দীর্ঘ ৪ মাস পরও সোনিয়ার খোঁজ মিলছে না।