প্রতিনিধি
মতলব উত্তরে যৌতুকের চাহিদা মেটাতে না পারায় গৃহবধু নিপা আক্তারের শরীরের বিভিন্ন স্থান সিগারেটের আগুন দিয়ে জ্বলসে দিয়েছে পাষন্ড স্বামী আর্শ্বাদ মোল্লা। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গত ১০ অক্টোবর মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়নের নব উদ্দমদী গ্রামের মোল্লা বাড়িতে এ নির্যাতনের ঘটনাটি ঘটে। গৃহবধুর বড় ভাইয়ের বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। গৃহবধু নিপা আক্তার একই উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া গ্রামের রফিকুল ইসলাম প্রধানের কন্যা। আহত গৃহবধু ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আর্শ্বাদ মোল্লার সাথে নিপা আক্তারের বিগত ২০১২সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের পূর্বে সে দীর্ঘ কয়েক বছর দুবাইতে চাকুরি করেছে। বিয়ে করার পর সে আর বিদেশে যায়নি। বিয়ের পর ৪/৫ মাস তাদের সংসার জীবন ভাল কাটলেও পরবর্তীতে শুরু হয় কলহ বিভেদ। যৌতুকের জন্য দফায় দফায় শারীরিক নির্যাতন করে তার স্বামী। বিয়ের ১ বছরের মাথায় জন্ম নেয় একটি পুত্র সন্তান। তার নাম আরাফাত। গৃহবধু নিপা জানান, আমার স্বামীকে বাপের বাড়ি থেকে বহু ফার্নিচার ও নগদ লক্ষাধিক টাকাও দেয়া হয়েছে তাকে। কোন কাজ কর্ম না করে বেকার থেকে দুষ্ট প্রকৃতির লোকদের সাথে চলাফেরা করায় প্রায় কারণে অকারণে ও যৌতুকের জন্য অমানবিক নির্যাতন চালায় আমার উপর। স্বামীর আঘাতের চিহ্ন শরীরের বিভিন্ন স্থানে রয়েছে। একাধিকবার পারিবারিকভাবে বসে তাকে সতর্ক করে দেয়ার পর কয়েকদিন বিরত থাকলেও পরবর্তীতে নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয়। একটি পুত্র সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি আমার স্বামীর হাজারো অন্যায় অত্যাচার সহ্য করে তার সাথে সংসার জীবন পরিচালনা করে আসছি। গত ৮ অক্টোবর আমার বড় ভাই আনিসের বিয়ের দাওয়াত দিতে আমার শশুর বাড়িতে আসে মামা ও ভাইসহ অন্যান্যরা। তারা আমার স্বামীসহ পরিবারের সবাইকে দাওয়াত করে চলে যাওয়ার পর স্বামী আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে বলে দাওয়াত দেয়া হয়নি। এ নিয়েই ক্ষিপ্ত হয়ে আমাকে মাটিতে ফেলে বুকে লাথি, মুখমণ্ডলে বেদম মারধর এবং দু’হাতে সিগারেটের আগুন দিয়ে ছ্যাকা দিয়ে ঝলসে দিয়েছে। পরে বাড়ির ও আশপাশের লোকজন এগিয়ে এসে স্বামীর অমানবিক নির্যাতন থেকে রক্ষা করে আমাকে আমার মামার বাড়ি গোয়ালভাওর দিয়ে আসে। পরে আমার মামাসহ অন্যান্যরা গতকাল রোববার গুরুতর অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ব্যাপারে মামলা করা হবে বলেও তিনি জানান।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।