ফরিদগঞ্জ: চাঁদপুর পৌর এলাকার ১১নং ওয়ার্ড রহমতপুর আবাসিক এলাকায় যৌতুকের দাবিতে যৌতুক লোভী স্বামী তার স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রহমতপুর কলোনী ৯৮নং ঘরি হাজীর বাসায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, ফরিদগঞ্জ উপজেলা রামপুর বাজার পশ্চিম লাড়–য়া গ্রামে মৃত গফুর শেখের ছেলে দেলোয়ার হোসেন শেখের সাথে গত ২০০২ সালে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের ইদ্রিস পাটওয়ারীর মেয়ে ফাতেমা বেগমের সাথে বিয়ে হয়। বিয়ের পর শশুর বাড়ি থেকে যৌতুক ৫ লাখ টাকা ও দশ ভরি স্বর্ণ দেওয়া হয়। যৌতুকের টাকা খরচ হওয়ার পর থেকে পুনরায় সে আবার ২ লাখ টাকা দাবী করে। তার স্ত্রী টাকা দিতে অপরগতা স্বীকার করলে বেশ কয়েকবার তার উপর অমানুষিক নির্যাতন চালায়। ঐ ঘটনায় ২০১০ সালের ৫ এপ্রিল ফাতেমা বেগম বাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় মামলা দায়ের করে। উচ্চ আদালত থেকে দেলোয়ার জামিনে এসে পুনরায় যৌতুকের জন্য তাঁর স্ত্রীকে আবারও শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়। গতকাল ঘটনার দিন সন্ধ্যায় সাড়ে ৭টায় বেধমভাবে পিটিয়ে ফাতেমা বেগমকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। নির্যাতনের খবর পেয়ে ফাতেমার পিতা ইদ্রিস পাটওয়ারী যৌতুক লোভী মেয়ে জামাতা দেলোয়ারকে বাঁধা দেয়। দেলোয়ার ক্ষিপ্ত হয়ে শুশুরকেও বেদম পিটিয়ে রাস্তার পাশে ময়লা ড্রেনে ফেলে দেয়। রহমতপুর কলোনী বাসিন্দা ইউসুফসহ অন্যান্যরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এ অবস্থা দেখতে পেয়ে আহত ইদ্রিস পাটোয়ারীকে ড্রেন থেকে উদ্ধার করে। খবর পেয়ে স্থানীয় কমিশনার ডিএম শাহজাহান দ্রুত ঘটনার স্থলে ছুটে এসে ঘটনাটি মীমাংসা করার জন্য সালিশ বৈঠকে বসার জন্য উভয় পক্ষে জানিয়ে দেয়। আহত ফাতেমা বেগম জানায়, গত ৩ মাস পূর্বে রহমতপুর আবাসিক এলাকায় ৯৮নং বাসায় ভাড়া থাকে। পূর্বে স্বামীর বিরুদ্ধে মামলা দেওয়ার কারণে দেলোয়ার তার স্ত্রী ও শিশু সন্তানদের ভরনপোষন বন্ধ করে দেয়। যৌতুক না দেওয়ার কারণে ফাতেমার উপর এভাবে অমানুষিক নির্যাতন করে বলে সে জানায়।
উল্লেখ্য দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এ পর্যন্ত নারী নির্যাতন মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। তার বড় ভাইয়ের স্ত্রী তাছলিমা আক্তারকে নির্যাতন করায় তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করা হয়। বর্তমানে সে ফেরারি আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছে। বর্তমানে ফারজানা আক্তার রিপা (৮) ও মিম (৪) নামের ২টি কন্যা সন্তান রয়েছে।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।